কলকাতা, 19 মে : চলতি বছরে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা স্বীকৃত স্কুলগুলিকে ক্লাস ইলেভেনে নতুন কোনও বিষয় চালু করার অনুমোদন দেওয়া হবে না । গতকাল সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে । পাশাপাশি কোরোনা পরিস্থিতিতে স্কুলের স্বীকৃতির রিনিউয়াল ও বিভিন্ন বিষয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আবেদনের সময়সীমাও বাড়ানো হয়েছে সংসদের তরফে ।
প্রতি বছর জানুয়ারি মাস থেকে স্বীকৃতি রিনিউয়ালের জন্য আবেদন করতে শুরু করে রাজ্যের উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলি । অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলি নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্যও আবেদন করা হয় । এছাড়া, কোনও স্কুল ক্লাস ইলেভেন থেকে নতুন কোনও বিষয় চালু করতে চাইলে তার অনুমোদনের জন্যও আবেদন করে থাকে । এই আবেদন খতিয়ে দেখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । মূলত, সংশ্লিষ্ট বিষয়গুলির জন্য স্কুলের কাছে পর্যাপ্ত শিক্ষক তথা পরিকাঠামো রয়েছে কি না তা দেখা হয় । সবকিছু ঠিক থাকলে আবেদন মঞ্জুর করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কিন্তু এই বছর অনুমোদনপ্রাপ্ত বিষয়গুলির পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আবেদন করতে বলা হয় ঠিকই । তবে, নতুন কোনও বিষয় চালু করার আবেদন গ্রাহ্য করা হবে না বলে জানায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।