কলকাতা, 10 জুন: জুন মাসটা তাঁদের কাছে 'প্রাইড মান্থ' অর্থাৎ 'গর্বের মাস' ৷ সমকামী, উভকামী বা ট্রান্সজেন্ডার কাছে এই মাসটা আনন্দ উদযাপনের মাস ৷ সেই আনন্দটা দ্বিগুণ হল রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নয়া ঘোষণায় ৷ কাউন্সিলের তরফে জানানো হয়েছে, রেজিস্ট্রেশনে নাম নথিভুক্তকরণের সময় আর 'শ্রী' বা 'শ্রীমতি' লিখতে হবে না ৷
নিজের পরিচয় পুরুষ বা মহিলা না লিখে 'অন্যান্য' লিখলেও নামের আগে তাঁদের বসাতে হতো 'শ্রী' বা 'শ্রীমতি'। কিন্তু সেই পন্থা বদলে যাচ্ছে এবার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে 2023-24 সালের শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হতে চলেছে নয়া নিয়ম । সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "আমরা গতবছর থেকেই একাদশ শ্রেণিতে এখন ফর্ম ভর্তির জন্য অন্যান্য অপশনটা রেখেছিলাম। কিন্তু নামের আগে 'মিস', 'মিস্টার', 'মিসেস' এই শব্দগুলো ব্যবহার করা হত। যেটা একদমই ন্যায়সম্মত নয়। কারণ যে অন্যান্য লিখবে সে আবার কেন মিস্টার মিস বা মিসেস বলে নিজেকে পরিচয় দেবে। তাই এই বদল।"
উচ্চমাধ্যমিকের সপ্তম স্থানাধীকারি জনাইয়ের শরণ্যা আক্ষেপের সুরে বলেন, "যখন আমি পরীক্ষার ফর্ম ভরতি করছিলাম মন হল আমার পরিচয়টা বাধ্য হয়ে ভুল দিলাম। না চাইলেও নিজেকে পুরুষ হিসাবে পরিচয় দিতে হয়েছে। মনে হচ্ছিল এটা কেন হল?" একাদশ শ্রেণীতে যখন রেজিস্ট্রেশনের জন্য ফর্ম ভরতি করতে গিয়ে নিজেকে "অন্যান্য" বলে পরিচয় দিলেও নামের আগে তাঁকে বেছে নিতে হয়েছিল "শ্রী" সম্বোধনটি। যা তাঁর ইচ্ছার বিরুদ্ধে ছিল ৷ তবে শুধুই শরণ্যাই নয়, এই ঘটনার সম্মুখীন হয়েছেন অন্যান্য রূপান্তরকামীরাও। আর সেই সমস্যার সমাধানে তৎপর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুন:বিশ্বমঞ্চে ফের ভালোবাসার জয়গান ! রামধনু রঙা পতাকা জড়িয়ে মাঠে ঢুকে পড়লেন দর্শক
এলজিবিটিকিউ সংগঠনের এক সদস্য সৌভিক ঘোষ বলেন, "অবশ্যই এটা ভালো উদ্যোগ। কিন্তু কাগজে-কলমে করে কোনও লাভ নেই। এই বিষয়ে আরও সচেতনতামূলক প্রচার দরকার।" এর কারণ হিসাবে তিনি মনে করেন, আজকের সমাজ এলজিবিটিকিউ সম্প্রদায়কে অনেকটাই স্বাভাবিক ভাবে মেনে নিলেও সমাজের আরও একটা বৃহৎ অংশ তাঁদের অবহেলাই করে। যার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার। তাই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন তাঁরা।