কলকাতা, 9 অগাস্ট : বেসরকারি হাসপাতালে রোগীর ভরতির সময় পেমেন্ট নিয়ে সমস্যায় পড়েন পরিবারের সদস্যরা । একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগও উঠেছে । এ-বার সমস্যার সমধানে এবং অভিযোগের ভিত্তিতে নির্দেশিকা জারি করল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) । এমারজেন্সি রোগীর ক্ষেত্রে অগ্রিম চাইতে পারবে না বেসরকারি হাসপাতাল । এমনকী, অগ্রিম জমা না করলেও প্রাথমিকভাবে চিকিৎসা শুরু করতে হবে । তবে 12 ঘণ্টার মধ্যে অগ্রিম জমা না করলে রোগীকে ফেরাতে পারবে হাসপাতালগুলি । পাশাপাশি কোনও পরীক্ষার খরচ 2 হাজার টাকার বেশি হলে, রোগীর পরিজনদের জানিয়ে ওই পরীক্ষা করতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায় ।
অগ্রিম বাবদ সর্বাধিক 50 হাজার টাকা অথবা চিকিৎসার সম্ভাব্য খরচের সর্বাধিক 20 শতাংশর মধ্যে যেটি কম হবে, সেই টাকা দিতে হবে । ভরতির সময় এই অগ্রিম জমা দিতে না পারলে ওই রোগীকে প্রভিশনাল অ্যাডমিশন হিসেবে ভরতি নেবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল । সেক্ষেত্রে ভরতির পরবর্তী 12ঘণ্টার মধ্যে ওই অগ্রিম জমা দিতে হবে রোগীর পরিবারকে । 12ঘণ্টার মধ্যেও অগ্রিম টাকা দিতে না পারলে ওই রোগীর প্রভিশনাল অ্যাডমিশন বাতিল করে দেবে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল । পরবর্তী এক ঘণ্টার মধ্যে ওই রোগীকে নিয়ে যাওয়ার কথা বলবে পরিজনদের । তবে, এমারজেন্সির রোগীর ক্ষেত্রে এমন করতে পারবে না কোনও বেসরকারি হাসপাতাল, এই কথাই স্পষ্ট জানানো হয়েছে WBCERC-র নির্দেশিকায় ।
7 অগাস্ট রাজ্যের স্বাস্থ্য কমিশন অর্থাৎ WBCERC নির্দেশিকা জারি করে । এমারজেন্সি বাদে অন্যান্যক্ষেত্রে রোগীকে বেসরকারি কোনও হাসপাতালে ভরতি করার সময় অগ্রিম টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও কঠিন সমস্যায় পড়তে হয় রোগীর পরিজনদের । বিষয়টি কমিশনের নজরে আসে । রোগীদের ভরতির সময়ে অগ্রিম টাকা বেঁধে দেওয়ার কথা বলেছে কমিশন ।