পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBBSE Seeks Absent Teachers List: ধর্মঘটে অনুপস্থিত শিক্ষকদের নামের তালিকা দিতে ডিআই-দের নির্দেশ পর্ষদের

10 ডিএ-র দাবিতে ধর্মঘটের দিন রাজ্য সরকার চালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির যে শিক্ষক/অশিক্ষক কর্মীরা অনুপস্থিত ছিলেন, তাঁদের নামের তালিকা জমা দেওয়ার জন্য ডিআই-দের নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ ৷

WBBSE ETV Bharat
মধ্যশিক্ষা পর্ষদ

By

Published : Apr 11, 2023, 12:38 PM IST

কলকাতা, 11 এপ্রিল: বকেয়া ডিএ-র দাবিতে গত 10 মার্চ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা ধর্মঘটের দিন রাজ্য সরকার চালিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির যে শিক্ষক/অশিক্ষক কর্মীরা অনুপস্থিত ছিলেন, তাঁদের নাম জমা দেওয়ার নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ (ডব্লিউবিবিএসই)৷ স্কুলগুলির জেলা পরিদর্শকদের এই নামের তালিকা জমা দিতে বলা হয়েছে ৷ 10 মার্চ যে শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা স্কুলে অনুপস্থিত ছিলেন, তাঁদের নামের তালিকা 12 এপ্রিলের মধ্যে পাঠানোর জন্য ডিআই-দের নির্দেশ দিয়েছে পর্ষদ ৷

10 মার্চ বকেয়া ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘটের দিন মেডিক্যাল ইমার্জেন্সি ছাড়া সমস্ত কর্মীকে কাজে যোগ দেওয়ার জন্য কড়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার ৷ সেই নির্দেশকে অমান্য করে শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ কেন সে দিন অনুপস্থিত ছিলেন, তা জানতে চেয়ে মার্চের মাঝামাঝি থেকেই অনুপস্থিত শিক্ষকদের শো-কজ নোটিশ পাঠিয়েছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ৷

10 মার্চ অনুপস্থিত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চিহ্নিত করার প্রক্রিয়াটি শেষ করার জন্য যে নোটিশ পাঠানো হয়েছে, তা জেলা স্কুল কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার জন্য বোর্ডের কৌশল কি না তা জানতে চাইলে, পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সোমবার পিটিআইকে বলেন, "ডিআই-দের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই বিজ্ঞপ্তি ৷ তাঁদের এটাই মনে করিয়ে দেওয়া যে, শনাক্তকরণের প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া উচিত নয় ।"

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে অনুপস্থিত শিক্ষক/অশিক্ষক কর্মীদের দু-একটি নাম দেওয়ার পরিবর্তে স্কুলগুলির সংশ্লিষ্ট জেলা পরিদর্শককে দুই দিনের মধ্যে পুরো তালিকাটি তৈরি করে এই প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে ৷" সোমবার ডব্লিউবিবিএসই-র বিজ্ঞপ্তিতে ডিআইদের 12 এপ্রিল দুপুর 2টোর মধ্যে বাকি অনুপস্থিত কর্মচারীদের নামের তালিকা জমা দিতে বলা হয়েছে ।

মধ্যশিক্ষা পর্ষদ এ পর্যন্ত ডিআই এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের রিপোর্টের ভিত্তিতে জেলাজুড়ে 350 জনেরও বেশি শিক্ষক/অশিক্ষক কর্মীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে বলে জানিয়েছেন পর্ষদের এক আধিকারিক ৷

পশ্চিমবঙ্গ সরকার 10 মার্চের আগে একটি নির্দেশিকা জারি করেছিল যে, রাজ্যের অনুদান-সহ সমস্ত অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলি 10 মার্চ খোলা থাকবে এবং সমস্ত কর্মচারী সেই দিনে কাজে যোগ দেবেন ৷ বিশেষ জরুরি পরিস্থিতি ছাড়া সেই দিনের জন্য ছুটি মঞ্জুর করা হবে না ।

আরও পড়ুন:সরকার আলোচনায় না বসলে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারি কর্মীদের

ABOUT THE AUTHOR

...view details