কলকাতা, 19 মে: 2023 সালের মাধ্যমিক পরীক্ষাকে ঘিরে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল একাধিক নতুন ব্যবস্থা । যার মধ্যে অন্যতম হল উত্তরপত্রে কিউআর কোড । এই বছর থেকে প্রত্যেক পরীক্ষার্থীর মার্কশিটে থাকছে একটি করে কিউআর কোড । যা স্ক্যান করলেই তার সমস্ত ডেটা দেখতে পাওয়া যাবে অনলাইনে । মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি বর্তমানে জেলবন্দি । পর্ষদের উত্তরপত্র ও মার্কশিটের স্বচ্ছতা জুড়ে ক্রমেই উঠছে প্রশ্ন । তার মধ্যেই নয়া এই ব্যবস্থাপনা পর্ষদের ।
নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে জলঘোলা হচ্ছে । ভুয়ো মার্কশিট, জাল সার্টিফিকেট বারবার উঠে আসছে তদন্তের মাঝে । সেখানে দাঁড়িয়ে স্বচ্ছতা নিয়ে বারবার উঠছে প্রশ্ন । তবে এইবার সেই বিষয়টিতে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্যই কিউআর কোড ব্যবহার করা হয়েছে । এই বিষয়ে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন,"দ্রুততার সঙ্গে যদি কারওর মার্কশিটে অথেনটিসিটি এবং ভেরিফিকেশন দরকার হয় তখন এই কিউআর কোড সবথেকে বেশি কাজে দেবে । যখন এটা স্ক্যান করা হবে তখনই ওই পরীক্ষার্থীর সমস্ত বিবরণ উঠে আসবে । এর ফলে অনেকটা সময় অপচয় কম হবে ৷"
এছাড়াও এ বছর খাতা দেখার সময় অনলাইনের নতুন বেশ কিছু মাধ্যম ব্যবহার করেছে মধ্যশিক্ষা পর্ষদ । ভুল এড়ানো যাতে সম্ভব হয় সেইজন্যই অনলাইনে এই ব্যবস্থাপনা ছিল । যদিও ফলপ্রকাশের পর দুপুরে একটি বিজ্ঞপ্তি জারি করে যদি কেউ নম্বর যাচাই করতে বা খাতা পুনর্মূল্যায়ন করতে চায় তাহলে তার নিয়মকানুন তুলে ধরেছে পর্ষদ ।