পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 16, 2020, 3:45 AM IST

ETV Bharat / state

মাধ্যমিকে রেকর্ড পাশের হার, তৃতীয় কলকাতা

এ'বছরও ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা বেশি ছিল । কিন্তু, সফলতার হারে এখনও পিছিয়ে রয়েছে ছাত্রীরা । পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর । দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও কলকাতা ।

Madhyamik
রেকর্ড পাশের হার মাধ্যমিকে

কলকাতা, 16 জুলাই: মাধ্যমিকে এই বছর রেকর্ড পাশের হার । গত বছরের 86.07 শতাংশ পাশের হারের রেকর্ড ভেঙে এই বছর মোট পাশের হার 86.34 শতাংশ । গত বছরের মতো এ'বছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর । ওই জেলায় পাশের হার 96.59 শতাংশ । 96.16 শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর ও 91.07 শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা ।

চলতি বছর 18 ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ‍্যমিক পরীক্ষা। ঐচ্ছিক বিষয় সহ পরীক্ষা শেষ হয়েছিল 27 ফেব্রুয়ারি। পরীক্ষা সম্পূর্ণ হওয়ার দিন থেকে 139 দিনের মাথায় প্রকাশিত হয় ফলাফল । এই বছর পরীক্ষার জন্য এনরোল হয়েছিল মোট 10 লাখ 17 হাজার 261 জন । পরীক্ষায় অংশগ্রহণ করে 10 লাখ 3 হাজার 666 জন পরীক্ষার্থী । এনরোলড এবং অংশগ্রহণকারী দুটি ক্ষেত্রেই গত বছরের তুলনায় এই বছর প্রায় 50 হাজার পরীক্ষার্থী কম ছিল । এই বছর পরীক্ষায় সফল হয়েছে 8 লাখ 43 হাজার 305 জন পরীক্ষার্থী ‌। পাশের হারে এই বছরের মাধ‍্যমিকে রেকর্ড গড়লেও, গত বছরের থেকে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা কমার সঙ্গে সঙ্গে কমেছে মোট সফল পরীক্ষার্থীর সংখ্যাও । গত বছরের সফল পরীক্ষার্থী তুলনায় এই বছর সকল পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 33 হাজার কম । মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থীর রেজ়াল্ট অসম্পূর্ণ নেই। তবে, অসাধু উপায় অবলম্বনের জন্য 58 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে এই বছর ।

এ'বছরও ছাত্র পরীক্ষার্থীদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা বেশি ছিল । কিন্তু, সফলতার হারে এখনও পিছিয়ে রয়েছে ছাত্রীরা । এই বছর মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে 4 লাখ 37 হাজার 483 জন ছাত্র ও 5 লাখ 65 হাজার 446 জন ছাত্রী ছিল । তাদের মধ্যে 3 লাখ 87 হাজার 52 জন ছাত্র ও 4 লাখ 55 হাজার 701 জন ছাত্রী পরীক্ষার্থী সফল হয়েছে । ছাত্র পরীক্ষার্থীদের পাশের হার 89.87 শতাংশ ও ছাত্রী পরীক্ষার্থীদের পাশের হার 83.48 শতাংশ। ব্যাপক সাফল্য পেয়েছে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরাও । তাদের মোট পাশের হার 91.81 শতাংশ।

সফলতার হারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে অধিকার করে নিয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও কলকাতা । চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা । ওই জেলায় পাশের হার 90.60 শতাংশ । উত্তর 24 পরগণার পাশের হার 90.05 শতাংশ । হুগলি 88.57 শতাংশ, হাওড়া 87.63 শতাংশ, ঝাড়গ্রাম 86.44 শতাংশ, নদিয়া 85.95 শতাংশ, পূর্ব বর্ধমান 84.61 শতাংশ, বাঁকুড়া 77.92 শতাংশ, পুরুলিয়া 77.74 শতাংশ, পশ্চিম বর্ধমান 75.23 শতাংশ, বীরভূম 75.22 শতাংশ, মুর্শিদাবাদ 82.44 শতাংশ, মালদা 82.88 শতাংশ, দক্ষিণ দিনাজপুর 77.30 শতাংশ, উত্তর দিনাজপুর 71.15 শতাংশ, কোচবিহার 77.71 শতাংশ, আলিপুরদুয়ার 69.83 শতাংশ, জলপাইগুড়ি 67.40 শতাংশ, দার্জিলিং 75.83 শতাংশ ও কালিম্পংয়ের পাশের হার 85.32 শতাংশ । তবে, পাশের হারে তৃতীয় স্থান অধিকার করে নিলেও মেধাতালিকায় স্থান পায়নি কলকাতার কেউই ।

ABOUT THE AUTHOR

...view details