কলকাতা, 22 জুলাই : আজ থেকে স্কুলগুলিকে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট দেবে মধ্যশিক্ষা পর্ষদ । সেই সময় সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক-শিক্ষিকারদের উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে পর্ষদের তরফে ।
ফলপ্রকাশের দিন স্কুল বা পরীক্ষার্থীদের মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হয়নি । মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী, 22 থেকে 24 জুলাই স্কুল থেকে মার্কশিট ও সার্টিফিকেট পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বিতরণ করা হবে । 1 অগাস্ট থেকে একাদশ শ্রেণিতে ভরতির প্রক্রিয়াও শুরু হতে চলেছে ।
এর জন্য নির্দিষ্ট ওই দিনগুলিতে প্রত্যেক শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক করল মধ্যশিক্ষা পর্ষদ । গতকাল সেই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে পর্ষদের তরফে ।
মার্চে লকডাউন জারির পর থেকে দফায় দফায় মিড ডে মিলের সামগ্রী বিতরণ হয়েছে স্কুল থেকে । কিন্তু বহু স্কুলে অভিযোগ উঠেছে, শিক্ষক, শিক্ষিকা বা অশিক্ষক কর্মীরা প্রধান শিক্ষকের নির্দেশ সত্ত্বেও স্কুলে আসেননি সাহায্য করতে । সেক্ষেত্রে একা হাতেই বিতরণের কাজ করতে হয়েছে একাধিক স্কুলের প্রধান শিক্ষককে । প্রধান শিক্ষকদের একাংশ প্রথম থেকেই দাবি জানিয়েছেন, স্কুলে শিক্ষকরা না এলে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিধান দিক মধ্যশিক্ষা পর্ষদ । এবার অবশেষে স্কুলে শিক্ষকদের উপস্থিতি বাধ্যতামূলক করল মধ্যশিক্ষা পর্ষদ ।
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়, 22 থেকে 24 জুলাই মার্কশিট বিতরণ এবং আগামীতে একাদশ শ্রেণির ভরতির প্রক্রিয়াকে নজরে রাখা হচ্ছে । সেই অনুযায়ী সকল শিক্ষক ও কর্মচারীদের নির্দিষ্ট ওই দিনগুলিতে প্রধান শিক্ষকদের নির্দেশ অনুযায়ী স্কুলে আসতে হবে । প্রধান শিক্ষকরা একটি রোস্টার তৈরি করবেন । যাতে প্রতিদিন অন্ততপক্ষে 50 শতাংশ শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি নিশ্চিত হয় । হাত জীবাণুমুক্তকরণ, মাস্ক পরা, সামাজিক দূরত্বের মতো বিষয়গুলি মেনে চলতে হবে স্কুলে । কেউ এই নির্দেশ না মানলে পর্ষদকে তা জানাতে বলা হয়েছে । যদিও কনটেনমেন্ট জ়োনে থাকা শিক্ষক-শিক্ষিকাদের ছাড় দেওয়া হবে ।