পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WBBSE Notice: হাতিয়ার সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, হারানো চাকরি ফেরানোর কথা জানাল পর্ষদ - সুপ্রিম কোর্টের নির্দেশ

হাইকোর্টের নির্দেশে বহু সংখ্যক গ্রুপ-ডি, গ্রুপ-সি কর্মী এবং নবম-দশম শ্রেণির শিক্ষকদের চাকরির নিয়োগপত্র বাতিল করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ ৷ কিন্তু বিষয়টির উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ায় বিষয়টি নিয়ে নতুন সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ ।

Etv Bharat
ফাইল ছবি

By

Published : May 9, 2023, 8:50 PM IST

কলকাতা, 9 মে:কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের যে সমস্ত স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়োগ বাতিল হয়েছিল, তাঁরা আবার চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেতে চলেছেন । সোমবার এই মর্মে রাজ্যের জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বহু সংখ্যক গ্রুপ-ডি, গ্রুপ-সি কর্মী এবং নবম-দশম শ্রেণির শিক্ষকদের চাকরির সুপারিশপত্র বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন । এরপর তাদের নিয়োগপত্র বাতিল করে দেয় মধ্যশিক্ষা পর্ষদ । পরে চাকরি খোয়ানো প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে দেশের সর্বোচ্চ আদালত তাঁদের চাকরি বাতিলের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় । এরপরেই এসএসসি ও পর্ষদের তরফে জানানো হয়েছে চাকরিহারাদের সুপারিশপত্র ও নিয়োগপত্রগুলি এখনকার জন্য 'বৈধ'। যেহেতু নিয়োগ সংক্রান্ত নথিগুলি বহাল রয়েছে, তাই তাঁরা চাইলে কাজে যোগ দিতে পারেন।

এই প্রসঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অবশ্য জানিয়েছেন, এটা করা যায় না । মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন । সুপ্রিম কোর্ট নিয়োগ করতে বলেনি । বুধবার এই মামলার শুনানি রয়েছে । এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হবে । উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছে প্রায় সাড়ে তিন হাজার জনের । এর মধ্যে রয়েছেন শিক্ষক এবং শিক্ষাকর্মী উভয়ই ।

প্রথমে, গত 10 ফেব্রুয়ারি 1 হাজার 911 জন চতুর্থ শ্রেণির কর্মীর নিয়োগপত্র বাতিল হয় । তারপর ধাপে ধাপে হাইকোর্টের নির্দেশ মেনে নবম-দশম শ্রেণির 678 জন সহকারী শিক্ষক, নবম-দশমের আরও 157 জন সহকারী শিক্ষক ও 842 জন গ্রুপ-সি কর্মীর নিয়োগপত্র বাতিলের নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ । তারপরেই সুপ্রিম কোর্টে এই বিষয়ে মামলা উঠলে চাকরি বাতিলের প্রক্রিয়া স্থগিত রাখতে বলে আদালত । এখনও সেই মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালতে ।

আরও পড়ুন: পুলিশকর্মীরা তাঁদের ব্যক্তিগত গাড়িতে পুলিশের স্টিকার ব্যবহার করতেই পারেন, জানাল আদালত

সোমবার এসএসসি-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এর আগে চাকরি বাতিলের নির্দেশ নামাগুলিতে যে সকল প্রার্থীর নিয়োগের সুপারিশপত্র বাতিল করা হয়েছিল, সেগুলি সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত বহাল রাখা হচ্ছে । এরপরেই রাজ্যের সব জেলা বিদ্যালয় পরিদর্শককে চিঠি পাঠায় মধ্যশিক্ষা পর্ষদ । সেখানে বলা হয়, চাকরিহারাদের পর্ষদ যে নিয়োগপত্র দিয়েছিল, যতদিন না সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ আসছে ততদিন সেগুলি বৈধ । ফলে, পর্ষদ নিয়োগপত্র বৈধ ঘোষণা করায় এবার থেকে কাজে যোগ দিতে পারবেন চাকরিহারারা ।

ABOUT THE AUTHOR

...view details