পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কীভাবে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট ? আলোচনায় পর্ষদ - মধ্যশিক্ষা পর্ষদ

বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান । এইদিকে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, জুলাই মাসেই উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের ফলপ্রকাশের চেষ্টা করা হচ্ছে । সেই মাধ্যমিকের ফল প্রকাশের প্রস্তুতিতে শিক্ষকদের সঙ্গে আলোচনা করল মধ্যশিক্ষা পর্ষদ ।

kol
kol

By

Published : Jul 7, 2020, 1:51 PM IST

কলকাতা, 7 জুলাই : প্রতি বছরের মতোই এই বছরও নির্দিষ্ট ওয়েবসাইটেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফল । অভিভাবকদের স্কুলে ডেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ারও পরিকল্পনা করছে শিক্ষা দপ্তর । এই বিষয়ে কয়েকটি শিক্ষা সংগঠন এবং প্রধান শিক্ষকদের মতামত নেওয়া হচ্ছে । শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, জুলাই মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে । কিন্তু স্কুল বন্ধ থাকলে কীভাবে পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়া হবে সে বিষয়ে আলোচনা চালাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ।

প্রতি বছর প্রথমে ডিজিটাল মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয় মাধ্যমিকের । ওইদিনই স্কুল থেকে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট । কিন্তু, এই বছর 31 জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে ইতিমধ্যেই পর্ষদের তরফ থেকে কয়েকটি শিক্ষক সংগঠন ও প্রধান শিক্ষকদের মতামত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পর্ষদ সূত্রে খবর, মাধ্যমিকের ফলাফল প্রস্তুতির কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে গতকাল একাধিক শিক্ষক সংগঠন ও কয়েকজন প্রধান শিক্ষকের মতামত নিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । মূলত, ওয়েবসাইটে মাধ্যমিকের ফল প্রকাশ করা এবং পড়ুয়াদের কাছে মার্কশিট ও সার্টিফিকেট পৌঁছে দেওয়ার বিকল্প পদ্ধতি নিয়েই মতামত গ্রহণ করা হয়েছে ।

প্রত্যেক বছর প্রথমে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ । এরপর অনলাইনে ফলাফল প্রকাশ করে দেওয়া হয় । পর্ষদের প্রধান দপ্তর ও আঞ্চলিক দপ্তরগুলি থেকে পড়ুয়াদের মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে যান স্কুলের প্রধান শিক্ষক বা দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা । সেই দিনই পড়ুয়াদের মধ্যে তা বিতরণ করা হয় । জানা গিয়েছে, এইবার প্রথমে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হতে পারে । তারপর বিভিন্ন অনলাইন সাইটে ফল প্রকাশ করা হতে পারে । সেক্ষেত্রে প্রতিবছরের মতোই নির্ধারিত সাইটগুলিতে গিয়ে নিজেদের বিষয়ভিত্তিক নম্বর ও মোট প্রাপ্ত নম্বর দেখে নিতে পারবে পরীক্ষার্থীরা ।

এই বছর 31 জুলাই পর্যন্ত বন্ধ স্কুল । সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুলে আসায় নিষেধাজ্ঞা রয়েছে পড়ুয়াদের । এই পরিস্থিতিতে যেভাবে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের অভিভাবকদের স্কুলে ডেকে মিড-ডে-মিল বিতরণ করা হচ্ছে, সেভাবেই মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের স্কুলে ডাকা হতে পারে । তাঁদের হাতে মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট তুলে দেওয়া হতে পারে । বিকল্প এই পদ্ধতি নিয়েও গতকাল বৈঠকে আলোচনা হয়েছে । তবে অনেক স্কুলকে কোয়ারানটিন সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে । সেই সমস্ত স্কুলের অভিভাবকদের কীভাবে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া সম্ভব সে বিষয়েও গতকালের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ।

এই প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান, প্রত্যেক বছরই আগে অনলাইনে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয় । কিন্তু এই বছর স্কুল বন্ধ । তাই পড়ুয়াদের কাছে মার্কশিট ও সার্টিফিকেট কীভাবে পৌঁছে দেওয়া যেতে পারে তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে । তার জন্য একাধিক পরিকল্পনা করা হচ্ছে বলে জানান সভাপতি ।

ABOUT THE AUTHOR

...view details