কলকাতা, 20 জুলাই : প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফল ৷ তবে এই প্রথম মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হয়নি ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় ফলপ্রকাশ করেন ৷ তিনি জানান, এবার পাশ করেছে 100 শতাংশ ৷ সর্বোচ্চ নম্বর 697 ৷ সকাল 10টার পর থেকে ওয়েবসাইটে ফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা ৷
করোনা পরিস্থিতিতে এবছর বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা ৷ পরীক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষের মতামত নিয়েই এবছর পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷ কীভাবে পরীক্ষার মূল্যায়ন হবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল আগেই ৷ নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফল থেকে পঞ্চাশ শতাংশ করে নিয়ে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দেওয়া ৷ সেই অনুযায়ী, আজ সকাল 9টায় মাধ্যমিকের ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় বলেন, "এবার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মতামত নিয়ে পরীক্ষা বাতিল করা হয়েছিল ৷" সেক্ষেত্রে, সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷