পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Grant for Madhyamik Examinees: মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু দশ টাকা দেওয়ার ঘোষণা পর্ষদের, নয়া সিদ্ধান্ত ঘিরে বিতর্ক - WBBSE Announces Grant

WBBSE Announces Grant for Madhyamik Examinees: পরীক্ষার প্রস্তুতির জন্য মাধ্যমিক পড়ুয়াদের মাথা পিছু দশ টাকা দেওয়া হবে ৷ এমনটাই ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ এই নয়া সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷

WBBSE
মধ্যশিক্ষা পর্ষদ

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 11:51 AM IST

Updated : Sep 23, 2023, 11:58 AM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর:মাধ্যমিক পরীক্ষার্থীদের মাথাপিছু দশ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় বসছে তাদের পরীক্ষার প্রস্তুতির জন্য দশ টাকা করে দেওয়া হবে ৷ শুক্রবার সন্ধ্যায় রীতিমতো বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে পর্ষদ ৷ আর এই বিজ্ঞপ্তি সামনে আসার পরই তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। এভাবে টাকা দেওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবক থেকে শুরু করে শিক্ষক সংগঠনগুলি ।

পর্ষদের এই বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য স্কুলগুলি বিভিন্ন ব্যবস্থা করে। তার জন্য খরচও হয়। স্কুলকে সাহায্য করার জন্যই পরীক্ষার্থীদের মাথাপিছু দশ টাকা দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে প্রায় 10 লক্ষ পরীক্ষার্থী। যার অর্থ সব মিলিয়ে প্রায় এক কোটি টাকা খরচ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই প্রথম পর্ষদকে পরীক্ষার আগে এহেন কোনও পদক্ষেপ করতে দেখা গেল ।

তবে পরীক্ষার্থী প্রতি দশ টাকা দিলে কী সুবিধে হবে তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ পর্ষদের এক কর্তার দাবি, "এই টাকা মাথাপিছু কম। তবে সার্বিকভাবে যদি কোনও স্কুল থেকে 300 জন পরীক্ষা দেয় তাহলে তারা পাচ্ছে তিন হাজার টাকা। এই পরিমাণ টাকা দিয়ে সার্বিকভাবে পরীক্ষার প্রস্তুতির জন্য স্কুল থেকে কিছু ব্যবস্থা করা যেতেই পারে।" অন্যদিকে, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, "শিক্ষা ব্যবস্থাকে উন্নততর করার প্রয়াস চালিয়ে যাচ্ছে স্কুল শিক্ষা দফতর । তারই অঙ্গ হিসাবে আমরা গত বছর মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্তদের সাম্মানিক বাড়িয়েছিলাম ।"

আরও পড়ুন:সামনের বছর এগিয়ে আসছে মাধ্যমিক, দেখে নিন রুটিন

নয়া সিদ্ধান্ত নিয়ে একাংশ শিক্ষকের বক্তব্য, 10 টাকা খুবই কম। রেজিস্ট্রেশন ভুলে সংশোধনে পড়ুয়া পিছু স্কুলগুলির কাছ থেকে 1 হাজার টাকা করে নেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা থেকে দৃষ্টি ঘোরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । শিক্ষক সংগঠন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস'-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন," খুবই হাস্যকর একটা বিষয়। পরীক্ষার্থীদের পরীক্ষার সময়ে একটা ডাবও দেওয়া যাবে না এই দশ টাকায়! খুব বেশি হলে দশ টাকায় ছোট একটা জলের বোতল দেওয়া যেতে পারে।"

Last Updated : Sep 23, 2023, 11:58 AM IST

ABOUT THE AUTHOR

...view details