পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Madhyamik Test Paper : মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ, নির্ধারিত সময়েই পরীক্ষা, জানাল মধ্যশিক্ষা পর্ষদ - WBBSC releases Madhyamik Test Papers

আসছে মাধ্যমিক পরীক্ষা ৷ যদিও করোনা পরিস্থিতিতে এ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ তাও বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে নির্ধারিত সময়ে মাধ্যমিক হওয়ার বার্তা দিয়ে টেস্ট পেপার প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSC releases Madhyamik Test Paper) ৷

Madhyamik Exam News
2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপারস

By

Published : Jan 14, 2022, 11:47 AM IST

Updated : Jan 14, 2022, 12:17 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর । কারণ 2021-22 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার প্রকাশিত হল । বৃহস্পতিবার এই মাধ্যমিক টেস্ট পেপারের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় (WBBSC releases Madhyamik Test Paper for upcoming Exam) ।

অনুষ্ঠানে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "প্রায় 9 হাজার 991টি স্কুলের টেস্টের প্রশ্ন বাছাই করে এই টেস্ট পেপার তৈরি করা হয়েছে ।" ইতিমধ্যে তা প্রতিটি জেলায় পৌঁছে দেওয়া হয়েছে । প্রতি বছরের মতো এবারও ডিআইরা স্কুলে পাঠাবেন এই টেস্ট পেপার । তিনি আশাবাদী আগামী ক'দিনের মধ্যে সব মাধ্যমিক পরীক্ষার্থীরা টেস্ট পেপার হাতে পেয়ে যাবে । মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি বলেন, "সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল একেবারে বিনামূল্যে এই টেস্ট পেপার পাবে ।"

রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ এই অবস্থায় চলতি বছরে আদৌ মাধ্যমিক হবে কি না, তা নিয়ে নতুন করে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে । এই প্রসঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "মাধ্যমিক পরীক্ষা 7 মার্চ শুরু হওয়ার কথা ৷ আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি । এর মধ্যে আমাদের কনফিডেনশিয়াল পেপারস নর্থ বেঙ্গল রিজিয়নে কাস্টোডিয়ানের কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ।"

আরও পড়ুন : Uncertainty about Madhyamik : টেস্ট, ফর্ম ফিল-আপ হলেও মাধ্যমিক পরীক্ষা ঘিরে অনিশ্চয়তা

তাঁর মতে, মাধ্যমিক পরীক্ষা শুরু হতে এখনও অনেকটা সময় বাকি আছে । ভবিষ্যত কী হবে সেটা আগামী দিনই জানা যাবে । করোনা প্রসঙ্গে তিনি বলেন, "তবে আমার ধারণা, আর কয়েকদিনের মধ্যে হয়তো করোনা শেষ হয়ে যাবে এবং পরীক্ষার্থীরাও পরীক্ষা দিতে পারবে।" তিনি জানান, কোথাও কোথাও সিলেবাস শেষ না হলেও, কয়েকটি স্কুলে সিলেবাস সম্পূর্ণ করার খবর তিনি পেয়েছেন ৷ বহু স্কুলে অনলাইনে ক্লাস চলছে ৷

পরীক্ষার্থীদের পরীক্ষার উপযোগী করে তুলতে নতুন একটি পদক্ষেপ করেছে রাজ্যের শিক্ষা দফতর ৷ শিক্ষা দফতরের সহায়তায় 17 জানুয়ারি থেকে একটি সংবাদমাধ্যমে প্রতিদিন দু'ঘণ্টা করে ক্লাস হবে ৷ এর এক সপ্তাহ পরে আরও একটি চ্যানেলে ক্লাস শুরু হবে ৷ এতে ছাত্রছাত্রীরা তাদের সমস্যার জায়গাগুলি নিয়ে আলোচনা করতে পারবে ৷ এছাড়া বাংলা শিক্ষা পোর্টালে ডাউট ক্লিয়ারিং সেশনে দুরভাষে পরীক্ষার্থীদের সন্দেহের বিষয়গুলি দূর করার প্রচেষ্টা চলছে ৷ বিশেষজ্ঞ কমিটি, বোর্ড, হায়ার সেকেন্ডারি কাউন্সিল এবং স্কুল শিক্ষা দফতর মিলিত ভাবে কাজ করছে, জানালেন মধ্যশিক্ষা দফতরের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন : Madhyamik-HS 2022 : মার্চে মাধ্যমিক, এপ্রিলে উচ্চমাধ্যমিক ও জয়েন্ট, প্রস্তাব সংসদ-পরিষদের

Last Updated : Jan 14, 2022, 12:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details