কলকাতা, 12 অক্টোবর:বঙ্গ থেকে যেন কোনওভাবেই বর্ষা (Monsoon) বিদায় হচ্ছে না ৷ উত্তরে চলছে ভারী বৃষ্টি সঙ্গে রয়েছে ভূমিধ্বসের (Landslide) শঙ্কা ৷ পাশাপাশি দক্ষিণে খুব একটা বৃষ্টি না হলেও মাঝে মাঝেই বারিধারা ভূপৃষ্টে পতিত হয়ে চলেছে ৷ তাপমাত্রা বাড়তে থাকায় দক্ষিণবঙ্গবাসীর সঙ্গী হয়েছে ভ্যাপসা গরম ৷ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়ে চলেছে (Weather Forecast) ৷
পূর্ব উত্তরপ্রদেশ থেকে অরুণাচলপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে যা বিহার বাংলার হিমালয় সংলগ্ন অঞ্চল এবং আসামের ওপর দিয়েও রয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পপূর্ণ বাতাস রয়েছে। ফলে আজ অর্থাৎ, বুধবার সকালে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে বয়ে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের কারণেই এই বৃষ্টি। তবে আগামিকাল থেকে অবস্থার উন্নতি হবে বলে হাওয়া অফিস মনে করছে। তবে পাহাড়ের দিকে নজর রাখার কথা বলা হয়েছে। কারণ ভূমিধ্বসের শঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশকিছু নদীর জল উপচে পড়ছে। তাই সতর্কতার কথাও বলা হয়েছে।