কলকাতা, 30 অগস্ট: 2025 সালের মধ্যে দেশের পণ্যবাহী যানের চালকের বসার জায়গা বা কেবিনগুলিকে বাধ্যতামূলকভাবে শীততাপ নিয়ন্ত্রিত করতে হবে । চলতি বছরেই এই কথা জানিয়েছিলেন রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি । ইতিমধ্যেই গ্লোবাল সংস্থা যারা এই ধরনের গাড়ি তৈরি করে যেমন ভলভো বা স্কেনিয়া (Scania) এসি-সহ ট্রাক বাজারে নিয়ে এসেছে । তবে এই ঘোষণায় না-খুশ রাজ্যের ট্রাক মালিক পক্ষ ।
কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মন্ত্রী ?
তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা চালকদের ট্রাক চালাতে হয় । এর ফলে তাঁরা অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েন । মূলত ট্রাক যেহেতু রাতের দিকেই বেশি চলাচল করে তাই ডিসেম্বর বা জানুয়ারি মাসের হাড় হিমকরা শীতেও তাঁদের কষ্টের শেষ থাকে না । যাঁরা দূরপাল্লার ট্রাক চালান তাদের এই ধরনের চরম প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে 12 থেকে 14 এমনকী 16 ঘণ্টা পর্যন্ত নাগাড়ে ট্রাক চালিয়ে যেতে হয় । এর ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়েন । দেখা গিয়েছে যে, এই কারণেই ধীরে ধীরে চালকের অভাব দেখা দিচ্ছে ।
তাই যাতে চালকরা অনুকূল পরিস্থিতিতে সুস্থ থেকে গাড়ি চালাতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রের এই সিদ্ধান্ত । 2016 সাল থেকেই বিষয়টি পরিকল্পনা পর্যায় ছিল ৷ তবে সম্প্রতি এই সম্পর্কিত ফাইলে সই করে মঞ্জুর দিয়েছেন মন্ত্রী নীতিন গডকড়ি । তবে এই সিদ্ধান্তে না খুশ ট্রাক মালিক পক্ষ ।
আরও পড়ুন :ট্রাকের সময়সীমা বেঁধে দেওয়ায় সিঁদুরে মেঘ দেখছে মালিকপক্ষ; সমাধানের আশ্বাস পরিবহণ মন্ত্রীর
ইতিমধ্যেই ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে এই নয়া নিয়মের একাধিক অসুবিধার দিক তুলে ধরে একটি চিঠি পাঠানো হয়েছে । সংগঠনের সাধারণ সম্পাদক সজল ঘোষ জানান, কেন্দ্রীয়স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হলেও এই মর্মে কোনও বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি । তবে জানা গিয়েছে আগামী বছর প্রথম দিকেই জারি হতে পারে বিজ্ঞপ্তি । তা হাতে পেলেই বোঝা যাবে এই নিয়ম নতুন ভারত স্টেজ সিক্স গাড়ি অর্থাৎ বাজারে যে নতুন গাড়িগুলি নামছে সেগুলির ক্ষেত্রেই শুধু প্রযোজ্য হবে নাকি পুরনো গাড়িতেও বসাতে হবে এসি । আর যদি পুরনো গাড়িতে এসি বসাতে হয় তাহলে যেটুকু টাকা আসত তারও আর কোনও আশা থাকবে না । বরং উলটে টাকা দিতে হবে নিজেদের পকেট থেকে । কারণ পুরনো গাড়িতে এসি বসাবার খরচ প্রায় লক্ষ টাকার কাছাকাছি । এছাড়া পুরনো গাড়ির ইঞ্জিন এসির ভার বহন করতে পারবে না বেশিদিন ।