পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bike Taxi in WB: বেআইনি বাইক-ট্যাক্সি রুখতে সক্রিয় পরিবহণ দফতর

কলকাতায় রমরমিয়ে বেড়েছে অবৈধ বাইক-ট্যাক্সির ব্যবহার ৷ বৈধ নথি ছাড়াই পরিষেবা দিচ্ছে অ্যাপ ক্যাব নির্ভর এই বাইক-ট্যাক্সি ৷ এতে যাত্রী সুরক্ষা কম থাকায় পদক্ষেপ নিতে চলেছে পরিবহণ দফতর (WB Transport Department)৷

Etv Bharat
বাইক-ট্যাক্সি

By

Published : Feb 22, 2023, 7:20 AM IST

শহরে বেআইনি বাইক-ট্যাক্সি প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য

কলকাতা, 22 ফেব্রুয়ারি: রাজ্যে এবার বন্ধ হতে চলেছে বেআইনি বাইক-ট্যাক্সি (Bike Taxi)। রাস্তায় ব্যক্তিগত নম্বর প্লেটের বাইক- ট্যাক্সির দৌরাত্ম্য বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পরিবহণ দফতর । শহরের অ্যাপ ক্যাব সংস্থাগুলি চার চাকার ক্যাবের পাশাপাশি বেশ কয়েকবছর হল শুরু করেছে বাইক-ট্যাক্সি পরিষেবা(Bike Taxi Service in Kolkata)। তবে শহর এবং শহরতলি জুড়ে যত হাজার বাইক-ট্যাক্সি রয়েছে তার প্রায় অধিকাংশেরই নেই রেজিস্ট্রেশন বা পারমিট কিংবা বাণিজ্যিক পরিষেবা দেওয়ার হলুদ নম্বর প্লেট । তবুও তাঁরা দিব্যি পুলিশের চোখে ধুলো দিয়ে নাকের ডগা দিয়েই চালাচ্ছে ব্যবসা ।

তাই স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে থাকছে না-যাত্রী সুরক্ষা । দেখা যাচ্ছে, অ্যাপ ক্যাবের চড়া ভাড়া এড়াতে বহু যাত্রী এই বাইক-ট্যাক্সি ব্যবহার করেন । তাই যদি কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে সেই ক্ষেত্রে চালককে চিহ্নিত করা সম্ভব হয় না । একাধিক ক্ষেত্রে মহিলা যাত্রীর সঙ্গে চালকের কু-আচরণের ঘটনাও সামনে এসেছে । অ্যাপ ক্যাবের মতো এই বাইক- ট্যাক্সির ক্ষেত্রেও একাধিক অভিযোগ আসে । অনেক সময় চালকের পছন্দমত গন্তব্য না হলে যাত্রীকে ট্রিপ বাতিল করতে বলেন চালক । আবার অনেক সময় ভাড়া মনঃপুত না হলেও ট্রিপ ক্যানসেল করতে বলেন চালক ।

তাই একবার এই বেআইনি বাইক-ট্যাক্সিগুলিকে এক ছাতার তলায় আনতে ইতিপূর্বেও পদক্ষেপ করেছে পরিবহণ দফতর । ব্যক্তিগত নম্বর প্লেটের বাইক-ট্যাক্সিগুলির ধরপাকড় বেশ কিছুদিন ধরেই চলছে । তবে বিকল্প কর্মসংস্থান হিসেবে বাইক-ট্যাক্সি ব্যবস্থাকে বৈধতা দিতে চায় পরিবহন বিভাগ । এই বিষয়ে মঙ্গলবার শহরের অ্যাপ ক্যাব সংস্থা এবং সংগঠনগুলির সঙ্গে একটি বৈঠক করেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।

বৈঠক শেষে তিনি বলেন, "বেশিরভাগ বাইক-ট্যাক্সির ব্যক্তিগত নম্বর প্লেট । অর্থাৎ, এই ব্যবস্থার সবটাই বর্তমানে আইনকে ফাঁকি দিয়ে চালানো হচ্ছে । তাই এদের অবিলম্বে পরিবহণ ব্যবস্থার আওতায় আনতে হবে । এবার থেকে বাইক-ট্যাক্সি চালাতে হলে ব্যক্তিগত নম্বর প্লেট নয়, বাণিজ্য নম্বর প্লেটই নিতে হবে । এই জন্য দ্রুত বিভিন্ন জায়গায় ক্যাম্প বা শিবির করা হবে যেখানে গিয়ে অনেক অল্প খরচেই মিলে যাবে যাবতীয় বৈধ কাগজপত্র এবং হলুদ প্লেট ৷ আগে রাজ্যের তিনটি জেলার জন্য পারমিট দেওয়া হত । তবে এবার পাঁচটি জেলায় বাইক-ট্যাক্সি চালাবার পারমিট পাবেন চালকরা ।"

আরও পড়ুন:ট্রামের পর কি এবার অবলুপ্তির পথে ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি ? পরিবহণ মন্ত্রীর মন্তব্যে জল্পনা

ABOUT THE AUTHOR

...view details