কলকাতা, 24 জুলাই: শহরের অতি পরিচিত হলুদ ট্যাক্সির হাল ফেরাতে এবার উদ্যোগী হল রাজ্য পরিবহণ দফতর। আগামী মাস থেকেই পরীক্ষামূলকভাবে পথে নামবে প্রায় 1000টি অ্যাপ চালিত কলকাতার ঐতিহ্যবাহি হলুদ ট্যাক্সি। শহর কলকাতার রেফারেন্স পয়েন্ট গুলোর মধ্যে রয়েছে হাওড়া ব্রিজ, ট্রাম এবং হলুদ ট্যাক্সি। তবে সময়ের সঙ্গে গণপরিবহণ এখন অনেক বেশি স্মার্ট। 'যাত্রী সাথী' এই অ্যাপের মাধ্যমে নির্ভরযোগ্য ভাবে চালানো হবে ট্যাক্সি।
একদা অতিব্যবহৃত ট্রাম এবং হলুদ ট্যাক্সি থাকলেও যাত্রীরা এখন অনেক বেশি নির্ভর করেন মেট্রো এবং অ্যাপ ক্যাবের উপরই। অন্যদিকে, লাগামছাড়া জ্বালানির দাম। পাশাপাশি ভাড়া বাড়াতে নারাজ পরিবহণ দফতর। দিনে দিনে কমছে হলুদ ট্যাক্সির সংখ্যা। আর হাতে গোনা যেই ট্যাক্সিগুলি রাস্তায় চলছে সেগুলিও প্রায় ধুঁকছে। আবার অনেক ট্যাক্সি মালিক অর্থাভাবে ইনস্যুরেন্স নবীকরণ করাতে পারেননি। বাকি পড়েছে পারমিট রিন্যুয়াল ও সার্টিফকেট অফ ফিটনেসও। নতুন ট্রাফিক আইনের ভারী জরিমানার ভয় তাই অনেক মালিকই আর ট্যাক্সি চালাচ্ছেন না। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ প্রাক্তন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ট্যাক্সির ভাড়া বাড়ানো যাবে না।