কলকাতা, 22 মে:ইস্টার্ন ফ্রেট করিডরকে সামনে রেখে বিপুল উন্নয়ন এবং কর্মসংস্থানের স্বপ্ন দেখছে রাজ্য। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে একাধিকবার এই শিল্প করিডর নিয়ে সম্ভাবনার কথা বলতে শোনা গিয়েছে। সোমবার রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে এই ফ্রেট করিডোরের জন্য ইস্টার্ন রেলকে দু'টি জমি হস্তান্তরের কথা ঘোষণা করল। এদিন নবান্নে ইসিএলের সম্প্রসারণের জন্য রাজ্যের কাছে চাওয়া জমির মঞ্জুর নিয়ে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। সেখানেই ফ্রেট করিডর নিয়ে দু'টি জমি দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এদিন যে দু'টি জমি দেওয়ার কথা তিনি ঘোষণা করেছেন তার মধ্যে রয়েছে 2.56 একর জমি জাম গ্রামে দেওয়া হয়েছে ইস্টার্ন রেলকে এই করিডর তৈরির জন্য। এছাড়া আরও 1 একর জমি এই ফ্রেট করিডরের জন্য ইস্টার্ন রেলকে দিয়েছে রাজ্য। এদিন জমির বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেন, "এটাই প্রথম নয়, ধাপে ধাপে রেলকে এই প্রকল্প বাস্তবায়িত করার জন্য জমি দেওয়া হচ্ছে। একটা অংশ হিসাবে এই দু'টি জমি এদিন পূর্ব রেলকে দেওয়া হয়েছে।"