কলকাতা, 27 অগস্ট: রাজনীতির ময়দানে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেস বারবার করেছে। অন্যদিকে, বিজেপির তরফ থেকে পালটা অভিযোগ তোলা হয়েছে দুর্নীতি-সহ রাজ্য সরকারের সঠিক পথে কাজ না করার। এই অভিযোগ পালটা অভিযোগের মাঝেই শনিবার রাজ্যের মুকুটে যোগ হল নয়া পালক।
সুবিধা ভেহিকেলস ফ্যাসিলিটেশন সিস্টেমের জন্য এবার কেন্দ্রের থেকে স্বর্ণপদক জিতল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার। এর জন্য নির্ধারিত পুরস্কারের পাশাপাশি 10 লক্ষ টাকাও পাবে রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতর। এই সিস্টেমটি পণ্যবাহী ট্রাকগুলিকে সীমান্ত অতিক্রম করতে সাহায্য করে। রাজ্যের বিভিন্ন ইন্টিগ্রেটেড চেকপোস্টে দ্রুত ছাড়পত্র এবং যানবাহনের নির্বিঘ্ন চলাচলের জন্য ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষ, ভারতীয় কাস্টমস এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয় করে পশ্চিমবঙ্গ সরকার এই পোর্টালটি তৈরি করেছে।
সিস্টেমটি রফতানিকারকদের আইসিপি পেট্রাপোলের মধ্য দিয়ে যাওয়ার জন্য অনলাইনে ট্রাক ক্লিয়ারেন্সের জন্য স্লট বুক করার অনুমতিও দেয়। সামগ্রিকভাবে এই পদ্ধতির ফলে একদিকে যেমন সময় বাঁচছে ট্রাক চালকদের। একই সঙ্গে উপকৃত হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফও। পশ্চিমবঙ্গে বাণিজ্য সহজিকরণ এবং ব্যবসা করার সময় ও ব্যয় কমাতে রাজ্য সরকারের প্রচেষ্টাকে এবার স্বীকৃতি দিল কেন্দ্র। এই ব্যবস্থা চালু হওয়ার আগে সীমান্তে একজন ট্রাক চালকদের ন্যূনতম 30 থেকে 40 দিন অপেক্ষা করতে হত। নতুন এই ব্যবস্থা চালু হওয়ার পর থেকে দিনের পর দিন সীমান্ত অপেক্ষার আর প্রয়োজন থাকছে না।