কলকাতা, 5 মে: রাজ্যের মুকুটে নতুন পালক । এবার মমতা সরকারের দু'টি দফতর পেল নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করার জন্য স্কচ অ্যাওয়ার্ড । জাতীয় ক্ষেত্রে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে সেরা হিসাবে এই স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয় । সেক্ষেত্রে পরিবহণ এবং অগ্নি নির্বাপনের মতো দুটি গুরুত্বপূর্ণ দফতরকে জাতীয় ক্ষেত্রে স্বীকৃতি পঞ্চায়েত নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অনেকটাই স্বস্তিতে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল ।
প্রসঙ্গত, পরিবহণ দফতর নিয়ে এই সুখবরটি লক্ষ্মীবার রাতেই আসে । পুরস্কার বিতরণকারী সংস্থার তরফ থেকে পরিবহণ দফতরকে জানিয়ে দেওয়া হয় তিনটি স্কচ পুরস্কার প্রাপ্তির কথা । মূলত, নাগরিকবান্ধব পরিষেবা প্রদানের জন্য পরিবহণ দফতরকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে । ই-টিকিটিং সিস্টেম, জল পরিবহণ এবং অভিনব ভাবনায় সরকারি বাস ডিপোগুলোকে কাজে লাগানোর ক্ষেত্রে দেওয়া হয়ে অর্ডার অফ মেরিট পুরস্কার ৷ একইভাবে 150 বছরের ট্রামকে নিয়ে অভিনব ভাবনার জন্য দেওয়া হয়েছে স্কচ সিলভার অ্যাওয়ার্ড ৷
একইভাবে শুক্রবার অগ্নিনির্বাপন ও পরিষেবা প্রদানকারী দফতরকে অনলাইন ব্যবস্থাপনার জন্য স্কচ সিলভার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে । যে কোনও ব্যবসা থেকে শুরু করে নাগরিক জীবনে অগ্নিনির্বাপন দফতরের অনুমতি গুরুত্বপূর্ণ । শুধু টাকা খরচ নয়, আগে এই অগ্নি নির্বাপন দফতরে যে কোনও কাজ করতে গেলে দিনের পর দিন ঘুরতে হত । কিন্তু অত্যাধুনিক অনলাইন পরিষেবা সাধারণ মানুষের কাছে এই দমকল দফতরকে নতুনভাবে উপস্থাপন করেছে । যা নাগরিকের অর্থ এবং সময় দুটোই অপচয় বাঁচিয়েছে । এবার তাকেই জাতীয় ক্ষেত্রে সিলভার অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হল ।