পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB State Electricity Board: বিদ্যুৎ উৎপাদনে জোর দেওয়ার পাশাপাশি বেকারদের প্রশিক্ষণ দেওয়ায় উদ্যোগী রাজ্য বিদ্যুৎ দফতর - রাজ্য বিদ্যুৎ পর্ষদে

State Electricity Board has taken initiatives to train unemployed. তাপবিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধির কর্মসূচি হিসাবে একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে ৷ শিল্পকে বাঁচাতে গেলে সমাজের সঙ্গে একাত্মীকরণ প্রয়োজন বলেই মনে করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। এরই অঙ্গ হিসাবে ডব্লিউবিপিডিসিএল তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের স্থানীয় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ শুরু করছে বলেও জানান তিনি।

Etv Bharat
বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস

By

Published : Aug 4, 2023, 9:05 PM IST

কলকাতা, 4 অগস্ট: সল্টলেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে রাজ্য বিদ্যুৎ পর্ষদের (ডব্লিউবিপিডিসিএল) তরফ থেকে দু’টি প্রকল্পের উদ্বোধন করা হয় শুক্রবার। এদিন দু’টি প্রকল্পই উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন দফতরের আধিকারিকরাও ৷ মন্ত্রী জানান, দু’টি প্রকল্প হল যথাক্রমে বিনামূল্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী, দক্ষতা বৃদ্ধি ও ডব্লিউবিপিডিসিএল-এর সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্পে লেওনের (উপহ্রদের) মাধ্যমে ছাই মিশ্রিত জলের পুনঃসঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থা করা।

বিনামূল্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধির কর্মসূচি হিসাবে একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে ৷ শিল্পকে বাঁচাতে গেলে সমাজের সাথে একাত্মীকরণ প্রয়োজন বলেই মনে করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । এরই অঙ্গ হিসাবে ডব্লিউবিপিডিসিএল তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের স্থানীয় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ শুরু করছে বলেও জানান তিনি। স্থানীয় যুবক-যুবতীরা সঠিকভাবে দক্ষ হলে এবং এবিষয়ে যথাযথ সার্টিফিকেট পেলে বিভিন্ন শিল্পে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলেও মনে করেন মন্ত্রী । এক্ষেত্রে উপযুক্ত মানের দক্ষতা এবং সারা ভারতে গ্রহণযোগ্য যথাযথ শংসাপত্র প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের সহযোগিতা নেওয়া হচ্ছে ।

অন্যদিকে, যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার সময় অনেক লোকের জমি নেওয়া হয়েছে, তাই সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রের জমিহারা পরিবারগুলির ছেলে-মেয়েদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান অরূপ বিশ্বাস। একই সঙ্গে পর্ষদ সূত্রে খবর, সম্ভাব্য প্রশিক্ষণার্থীরা যেহেতু একটি উল্লেখযোগ্য সময়ের জন্য প্রশিক্ষণে নিযুক্ত থাকবেন, তাই বৃত্তি এবং পরিবহণ ভাড়া হিসাবে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হবে তাদের ৷ যাতে তাদের পরিবারগুলি এদের প্রশিক্ষণ চলাকালীন কোনরূপ ক্ষতিগ্রস্থ না হয় ।

জানা গিয়েছে, ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্যারামিটারের অধীনে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে দুটি আইটিআই যথা আইটিআই, সিউড়ি এবং আইটিআই, বহরমপুর (বক্রেশ্বর এবং সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি) কোর্সের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে । 8টি ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে ৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, সহকারী ইলেকট্রিশিয়ান (নির্মাণ), ফিটার যান্ত্রিক সমাবেশ, সহকারী ইলেকট্রিশিয়ান ঘরোয়া সমাধান, সহকারী সার্ভেয়ার, ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ (গৃহস্থালী যন্ত্রপাতি), প্রচলিত মিলিং অপারেটর, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, আসবাবপত্র এবং ফিটিং এই 8টি ট্রেড থাকছে ৷

অংশগ্রহণকারী প্রশিক্ষণ প্রার্থীদের প্রতি মাসে ছয় হাজার টাকা বৃত্তি এবং প্রতি মাসে এক হাজার টাকা পরিবহণ ভাতা দেওয়া হবে । আইটিআই-তে কোর্স এবং মূল্যায়ন সফলভাবে সমাপ্ত করার পরে, প্রশিক্ষণার্থীরা একটি জাতীয়ভাবে স্বীকৃত শংসাপত্র পাবেন। এই উদ্দেশ্যে পৃথক আবেদনের জন্য একটি অনলাইন পোর্টালও খোলা হয়েছে। এবিষয়ে বিপুল সাড়া পাওয়া গিয়েছে বলেও এদিন জানান মন্ত্রী। দু’টি আইটিআই-এর প্রতিটিতে ব্যাচ শুরু করার জন্য প্রার্থীদের বাছাই করা হয়ে গিয়েছে। প্রথম ব্যাচ এদিন অর্থাৎ 4 অগস্ট থেকে শুরু হচ্ছে আইটিআই, সিউড়ি-তে 216 জন প্রার্থীকে নিয়ে। এর মধ্যে দু’টি ট্রেডে থাকছেন 156 জন ফিটার মেকানিক্যাল অ্যাসেম্বলিতে এবং 60 জন সহকারী ইলেকট্রিশিয়ান নির্মাণে। পরবর্তী ব্যাচটি 2023 সালের অগস্ট মাসের তৃতীয় সপ্তাহে আইটিআই, বহরমপুরে শুরু করার কথা ঠিক হয়েছে। ধীরে ধীরে এই দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের জন্য ইচ্ছুক সমস্ত যোগ্য আবেদনকারীকে পরবর্তী ব্যাচগুলিতে অন্তর্ভুক্ত করা হবে।

অন্যদিকে, সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্প হল ডব্লিউবিপিডিসিএল-এর বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র। যার বর্তমান ক্ষমতা এক হাজার 600 মেগাওয়াট তাপবিদ্যুৎ এবং 18 মেগাওয়াট সৌরবিদ্যুৎ। এছাড়া আসন্ন 660 মেগাওয়াট সুপারক্রিটিক্যাল থার্মাল ইউনিট এবং 20 মেগাওয়াট ভাসমান সোলার প্ল্যান্টের মাধ্যমে সাগরদীঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বর্তমানে এখানে দৈনিক জলের প্রয়োজন প্রায় 1.30 লক্ষ ঘনমিটার। যেহেতু জল সবচেয়ে মূল্যবান একটি প্রাকৃতিক সম্পদ, তাই পরিবেশের দৃষ্টিকোণ থেকে এর সংরক্ষণ অপরিহার্য এবং সচেতনভাবে এর ব্যাপক ব্যবহার সীমিত করা উচিত। এই প্রকল্পের উদ্দেশ্য হল “হ্রাস করা পুনর্ব্যবহার আবর্তন”। এই প্রকল্পের ফলে 660 মেগাওয়াট সুপারক্রিটিক্যাল ইউনিটের মাধ্যমে ক্ষমতা বৃদ্ধির পরেও জলের প্রয়োজনীয়তা যথাযোগ্য সীমার মধ্যে থাকবে। এছাড়াও, এই প্রকল্পটি “জিরো ডিসচার্জ” এর পরিবেশগত নিয়মগুলির পালন করতেও সহায়তা করবে।

আরও পড়ুন: রাহুলের সাংসদ পদ ফিরলে ইন্ডিয়া জোটের লড়াই আরও শক্তিশালী হবে, টুইট মমতার

এই উপহ্রদের ধারণক্ষমতা ছয় লক্ষ ঘনমিটার। 26.81 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি 2023 সালের মে মাসে সম্পূর্ণ হয়। প্রকল্পের প্রত্যাশিত দৈনিক পুনরুদ্ধার 40 হাজার ঘনমিটার জল। তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছাই মূলত দু’ভাবে সংগৃহিত হয় যথাক্রমে “বটম অ্যাশ” এবং “ফ্লাই অ্যাশ”। “ফ্লাই অ্যাশ-এর সিংহভাগ সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়। অবশিষ্ট “ফ্লাই অ্যাশ”এবং “বটম অ্যাশ” জলে মিশ্রণ করে ছাই পুকুরে নিষ্কাশন করা হয়। ছাই পুকুরে ছাইকণা নিচে থিতিয়ে গেলে, উপরের স্বচ্ছ জল “ডিক্যান্টেশন চেম্বার" থেকে পুনরুদ্ধার করে কৃত্রিম জলাধারে স্থানান্তরণ এবং পরবর্তীতে বিভিন্ন রাসায়নিক ও ভৌতপ্রক্রিয়া সহযোগে পরিশোধন করে পুনর্ব্যবহার যোগ্য করা হয়।

ABOUT THE AUTHOR

...view details