কলকাতা, 4 অগস্ট: সল্টলেকে রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অফিসে রাজ্য বিদ্যুৎ পর্ষদের (ডব্লিউবিপিডিসিএল) তরফ থেকে দু’টি প্রকল্পের উদ্বোধন করা হয় শুক্রবার। এদিন দু’টি প্রকল্পই উদ্বোধন করেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন দফতরের আধিকারিকরাও ৷ মন্ত্রী জানান, দু’টি প্রকল্প হল যথাক্রমে বিনামূল্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী, দক্ষতা বৃদ্ধি ও ডব্লিউবিপিডিসিএল-এর সাগরদিঘি তাপবিদ্যুৎ প্রকল্পে লেওনের (উপহ্রদের) মাধ্যমে ছাই মিশ্রিত জলের পুনঃসঞ্চালন এবং পুনরুদ্ধারের ব্যবস্থা করা।
বিনামূল্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানমুখী দক্ষতা বৃদ্ধির কর্মসূচি হিসাবে একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য বিদ্যুৎ পর্ষদের তরফে ৷ শিল্পকে বাঁচাতে গেলে সমাজের সাথে একাত্মীকরণ প্রয়োজন বলেই মনে করেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । এরই অঙ্গ হিসাবে ডব্লিউবিপিডিসিএল তার সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের স্থানীয় বেকার যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি করার জন্য এই উদ্যোগ শুরু করছে বলেও জানান তিনি। স্থানীয় যুবক-যুবতীরা সঠিকভাবে দক্ষ হলে এবং এবিষয়ে যথাযথ সার্টিফিকেট পেলে বিভিন্ন শিল্পে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলেও মনে করেন মন্ত্রী । এক্ষেত্রে উপযুক্ত মানের দক্ষতা এবং সারা ভারতে গ্রহণযোগ্য যথাযথ শংসাপত্র প্রদান করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের সহযোগিতা নেওয়া হচ্ছে ।
অন্যদিকে, যেহেতু তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার সময় অনেক লোকের জমি নেওয়া হয়েছে, তাই সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রের জমিহারা পরিবারগুলির ছেলে-মেয়েদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানান অরূপ বিশ্বাস। একই সঙ্গে পর্ষদ সূত্রে খবর, সম্ভাব্য প্রশিক্ষণার্থীরা যেহেতু একটি উল্লেখযোগ্য সময়ের জন্য প্রশিক্ষণে নিযুক্ত থাকবেন, তাই বৃত্তি এবং পরিবহণ ভাড়া হিসাবে সামান্য আর্থিক সহায়তা প্রদান করা হবে তাদের ৷ যাতে তাদের পরিবারগুলি এদের প্রশিক্ষণ চলাকালীন কোনরূপ ক্ষতিগ্রস্থ না হয় ।
জানা গিয়েছে, ন্যাশনাল স্কিলস কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক প্যারামিটারের অধীনে ছয় মাস মেয়াদী প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিকভাবে দুটি আইটিআই যথা আইটিআই, সিউড়ি এবং আইটিআই, বহরমপুর (বক্রেশ্বর এবং সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টের কাছাকাছি) কোর্সের স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছে । 8টি ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে ৷ পর্ষদের তরফে জানানো হয়েছে, সহকারী ইলেকট্রিশিয়ান (নির্মাণ), ফিটার যান্ত্রিক সমাবেশ, সহকারী ইলেকট্রিশিয়ান ঘরোয়া সমাধান, সহকারী সার্ভেয়ার, ইনস্টলেশন মেরামত ও রক্ষণাবেক্ষণ (গৃহস্থালী যন্ত্রপাতি), প্রচলিত মিলিং অপারেটর, গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং, আসবাবপত্র এবং ফিটিং এই 8টি ট্রেড থাকছে ৷