কলকাতা, 4 নভেম্বর:নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের রিপোর্ট জমা পড়ার পর বাতিল হয়ে গেল 94 জন প্রাথমিক শিক্ষকের চাকরি ৷ সকলেরই নিয়োগ হয়েছিল 2016 থেকে 2017 সালের মধ্যে ৷ তাঁরা 2014 সালের টেট পরীক্ষার্থী । টেট ফেল করেও সাত বছর ধরে চাকরি করছিলেন তাঁরা ৷ সকলেরই নিয়োগপত্র বাতিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই পদক্ষেপ করল পর্ষদ। তাঁদের কাছে টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কোনও নথি ছিল না। তাই এই সিদ্ধান্ত ।
সূত্রের খবর, এই 94 জন শিক্ষক পরীক্ষায় পাস না করেই সাত বছর চাকরি কর ছিলেন ৷ বেতনও পাচ্ছিলেন । এই তথ্য প্রথম আদালতে জমা দিয়েছে সিবিআই ৷ সেই তথ্য জমা পড়ার পর, তাঁদের চাকরি বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট । ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে । অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও 94 জন অনুত্তীর্ণ শিক্ষকদের ডেকে শুনানি হয় আদালতে। সেই শুনানিতে নিয়োগপত্র পেশ করলেও, টেট পাশের শংসাপত্র পেশ করতে পারেননি । তারপর পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ।