পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB Municipal Corporation Election Result LIVE : শিলিগুড়ির মেয়র গৌতম দেব, আসানসোলে পৌরবোর্ড গঠনের পথে ঘাসফুল

WB Municipal Corporation Election Result
WB Municipal Corporation Election Result

By

Published : Feb 14, 2022, 7:52 AM IST

Updated : Feb 14, 2022, 1:25 PM IST

13:21 February 14

গত 12 ফেব্রুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর পৌরনিগমের নির্বাচন হয়েছে ৷ আজ ওই চার পৌরনিগমের ভোটের ফলাফল ৷ সকাল আটটা থেকে শুরু ভোট গণনা ৷ স্ট্রং রুমগুলিতে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ৷ কোন দল বোর্ড গঠন করছে তা দুপুরের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে বলে মনে করছেন নির্বাচন কমিশন ৷

শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন নির্বাচন-2022 (জয়ী প্রার্থীরা)

01. তৃণমূল কংগ্রেস - সঞ্জয় পাঠক

02. তৃণমূল কংগ্রেস - গার্গী চট্টোপাধ্যায়

03. তৃণমূল কংগ্রেস - রামভজন মাহাতো

04. বিজেপি - বিবেক সিং

05. বিজেপি - অনিতা মাহাতো

06. তৃণমূল কংগ্রেস - আলম খান

07. তৃণমূল কংগ্রেস - পিন্টু ঘোষ

08. বিজেপি - শালিনী ডালমিয়া

09. বিজেপি - অমিত জৈন

10. তৃণমূল কংগ্রেস - কমল আগরওয়াল

11. বিজেপি - মঞ্জুশ্রী পাল

12. তৃণমূল কংগ্রেস - বাসুদেব ঘোষ

13. তৃণমূল কংগ্রেস - মানিক দে

14. তৃণমূল কংগ্রেস - শ্রাবণী দত্ত

15. তৃণমূল কংগ্রেস - রঞ্জন সরকার

16. কংগ্রেস - সুজয় ঘটক

17. তৃণমূল কংগ্রেস - মিলি সিনহা

18. তৃণমূল কংগ্রেস - সঞ্জয় শর্মা

19. সিপিআই(এম)- মৌসুমী হাজরা

20. তৃণমূল কংগ্রেস - অভয়া বোস

21. তৃণমূল কংগ্রেস - কুন্তল রায়

22. CPI(M)- দীপ্ত কর্মকার

23. তৃণমূল কংগ্রেস - লক্ষ্মী পাল

24. তৃণমূল কংগ্রেস - প্রতুল চক্রবর্তী

25. তৃণমূল কংগ্রেস - জয়ন্ত সাহা

26. তৃণমূল কংগ্রেস - সিক্তা দে বসু রায়

27. তৃণমূল কংগ্রেস - প্রশান্ত চক্রবর্তী

28. তৃণমূল কংগ্রেস - সম্প্রিতা দাস

29. সিপিআই(এম)- শরদিন্দু (জয়) চক্রবর্তী

30. তৃণমূল কংগ্রেস - সাথী দাস

31. তৃণমূল কংগ্রেস - মৌমিতা মন্ডল (মউ)

32. তৃণমূল কংগ্রেস - তাপস চ্যাটার্জি

33. তৃণমূল কংগ্রেস - গৌতম দেব

34. তৃণমূল কংগ্রেস - বিমান তরফদার

35. তৃণমূল কংগ্রেস - সম্পা নন্দী

36. তৃণমূল কংগ্রেস - রঞ্জন শীল শর্মা

37. তৃণমূল কংগ্রেস - অলোক ভক্ত

38. তৃণমূল কংগ্রেস - দুলাল দত্ত

39. তৃণমূল কংগ্রেস - পিংকি সাহা

40. তৃণমূল কংগ্রেস - রাজেশ প্রসাদ শা (মুন্না প্রসাদ)

41. তৃণমূল কংগ্রেস - শিবিকা মিত্তল

42. তৃণমূল কংগ্রেস - শোভা সুব্বা

43. তৃণমূল কংগ্রেস - সুখদেব মাহাতো

44. তৃণমূল কংগ্রেস - প্রীতিকানা বিশ্বাস

45. সিপিআই(এম)- মুন্সী নূরুল ইসলাম

46. ​​তৃণমূল কংগ্রেস - দিলীপ বর্মণ

47. তৃণমূল কংগ্রেস - অমর আনন্দ দাস

13:20 February 14

  • আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে টস হবে । তৃণমূল এবং বাম একই ভোট পেয়েছে এই ওয়ার্ড থেকে । দুপুর ২টো নাগাদ টস হবে, জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন । এদিকে আসানসোলের 40 নম্বর ওয়ার্ডের একটি ইভিএম খারাপ হয়ে গিয়েছে ৷

12:53 February 14

  • চন্দননগরে 32টির মধ্যে 31টি ওয়ার্ডে জয় তৃণমূলের ৷ 1টি ওয়ার্ডে জয়ী বামেরা ।

১. পাপিয়া সিংহরায় (তৃণমূল) 1171 ভোটে জয়ী

২. মহিত নন্দী (তৃণমূল) 499 ভোটে জয়ী

৩. গীতাঞ্জলি শেঠ (তৃণমূল) জয়ী 43

৪. অনিমেষ ব্যানার্জি (তৃণমূল) জয়ী 1248

৫. মনিকা মন্ডল (তৃণমূল) জয়ী 901

৬. মৌমিতা ব্যানার্জি (তৃণমূল) জয়ী 13

৭. পার্থ সারথী দত্ত (তৃণমূল) জয়ী 1059

৮. ওম প্রকাশ মাহাত (তৃণমূল) জয়ী

৯. স্নিগ্ধা রায় (তৃণমূল) জয়ী 1307

১০. অজয় ঘোষ (তৃণমূল) জয়ী 678

১১. সামাদ আলি (তৃণমূল) জয়ী 1485

১২. ঋতুপর্ণা সাউ মন্ডল (তৃণমূল) জয়ী 1753

১৩. শুভজিৎ সাউ (তৃণমূল) জয়ী 630

১৪. রঞ্জিত কুন্ডু (তৃণমূল) জয়ী 57

১৫. মমতা দত্ত পাত্র (তৃণমূল) জয়ী 494

১৬. অভিজিৎ সেন (সিপিএম) জয়ী 123

১৮. সবিতা দাস (তৃণমূল) জয়ী 1437

১৯. সুপ্রিতি দত্ত (তৃণমূল) জয়ী 812

২০. পীযুষ বিশ্বাস (তৃণমূল) জয়ী 2031

২১. শুভেন্দু মুখার্জি (তৃণমূল) জয়ী 1729

২২. সোমা রায় চৌধুরী (তৃণমূল) জয়ী

২৩. প্রসেনজিৎ মুখার্জি (তৃণমূল) জয়ী

২৪. হিরন্ময় চ্যাটার্জী (তৃণমূল) জয়ী

২৫. ইন্দু বর্মন দত্ত (তৃণমূল) জয়ী

২৬. সারদা চৌধুরী (তৃণমূল) জয়ী

২৭. বিনয় কুমার সাউ (তৃণমূল) জয়ী 692

২৮. বিমল পাত্র (তৃণমূল) জয়ী

২৯. পুজা পাত্র (তৃণমূল) জয়ী 1423

৩০. রাম চক্রবর্তী (তৃণমূল) জয়ী

৩১. মুন্না আগরওয়াল (তৃণমূল) জয়ী

৩২. শুভ্রা দাস (তৃণমূল) জয়ী 951

12:51 February 14

  • শিলিগুড়িতে পরাজিত বিধায়ক শঙ্কর ঘোষ । নিজের ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন তিনি ।

12:01 February 14

  • প্রথম দফার গণনার শেষ ৷ আসানসোলে তৃণমূলের পৌরবোর্ড দখলের দিকে তৃণমূল কংগ্রেস । 53 টি ওয়ার্ডের গণনার পর তৃণমূল কংগ্রেস পেয়েছে 44 টি আসন। বিজেপি পেয়েছে 4 টি, বামেরা পেয়েছে 2টি, কংগ্রেস পেয়েছে 2টি আসন ৷ একটি ওয়ার্ডে টাই হয়েছে । তৃণমূলের উল্লেখযোগ্য জয়গুলির মধ্যে হল, অভিজিৎ ঘটক, অমরনাথ চট্টোপাধ্যায়, তপন বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বসু, উৎপল সিংহের ।

12:01 February 14

  • শিলিগুড়িতে 47টি ওয়ার্ডের মধ্যে 37টিতে জয়ী তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি পেয়েছে 5টি ওয়ার্ড ৷ 4টি ওয়ার্ড সিপিএমের দখলে ৷ কংগ্রেস পেয়েছে 1টি আসন ৷

11:38 February 14

  • নির্বাচনে জয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন সব্যসাচী দত্ত ৷ ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৪ হাজার ৬৪৪ ভোটে জয়ী হয়েছেন তিনি ৷ জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটের বাড়িতে আসেন তিনি ৷

11:17 February 14

  • শিলিগুড়িতে ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস ৷ সিপিএম ৪৫, ১৯, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে জয়ী ৷ বিজেপি জিতেছে ৫, ৮, ৪, ১১ নম্বর ওয়ার্ডে ৷

11:17 February 14

  • শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস ১, ২, ৩, ৬, ৭, ১২, ১৭, ১৮, ২০, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৫, ৪২, ৪৬, ৪৭, ২৫, ৩২, ৩৪, ৩৫, ২৬, ১৪, ২৭, ৪০, ৪৩, ১০ ওয়ার্ডে জয়ী ৷

11:01 February 14

  • শিলিগুড়ি পৌরবোর্ড তৃণমূল কংগ্রেসের । মেয়র হচ্ছেন গৌতম দেব ৷

11:01 February 14

  • শিলিগুড়িতে ৪ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিবেক সিং ৷ ১১ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী মঞ্জুশ্রী পাল ৷ ১৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবনী দত্ত ৷ ৪০ নম্বরে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুন্না প্রসাদ ৷ ৪৩ নম্বরে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শুকদেব মাহাতো ৷

11:00 February 14

  • চন্দননগরে 32 টির মধ্যে 19 টি ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস । 16 নম্বর ওয়ার্ডে বাম প্রার্থী অভিজিৎ সেনের জয় ।

10:56 February 14

  • বিধাননগরে 2, 3, 9, 16, 17, 19, 20, 21, 22, 26, 27, 29, 30, 32, 33, 34, 40, 41 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

10:50 February 14

  • বিধাননগরে 14 নম্বর ওয়ার্ড কংগ্রেসের দখলে ৷ 12 নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী ৷

10:48 February 14

  • চন্দননগরে 11, 12, 13, 14, 18, 19, 20, 3, 4, 6, 7 ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেস ৷

10:42 February 14

  • বিধাননগরের 45 নম্বর ওয়ার্ডের মধ্যে 39টিতে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ 1টিতে এগিয়ে নির্দল ৷

10:42 February 14

  • আসানসোলে 45টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি 4টিতে ৷ সিপিএম 1টি ৷ কংগ্রেস 1টি এবং একটি আসনে এগিয়ে নির্দল প্রার্থী ৷

10:35 February 14

  • শিলিগুড়িতে 34 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের ধীমান তপাদার ৷ শিলিগুড়িতে খাতা খুলল বিজেপি ৷ 5 নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী অনিতা মাহাতো ৷ 8 নম্বর ওয়ার্ডে পরাজিত বিজেপি প্রার্থী শালিনী ডালমিয়া ৷ ২৬ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের সিক্তা দে বসু রায় । পরাজিত হয়েছেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকারের মেয়ে রুচিরা মালাকার ৷ ২৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রশান্ত চক্রবর্তী ৷

10:35 February 14

  • শিলিগুড়িতে দীর্ঘদিনের বাম রাজত্বের অবসান ৷ 6 নম্বর ওয়ার্ড থেকে 502 ভোটে হারলেন সিপিএম প্রার্থী ৷

10:11 February 14

  • শিলিগুড়িতে পরাজয়ের পথে অশোক ভট্টাচার্য ৷

10:10 February 14

  • শিলিগুড়িতে 1 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জয় পাঠক । পরাজিত হয়েছে আর এসপি । ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী মুন্সি নুরুল ইসলাম ৷ ১৯ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএমের মৌসুমি হাজরা এবং ২৫ নম্বর ওয়ার্ডে জয়ী জয়ন্ত সাহা ৷ ৩১ নম্বর ওয়ার্ডে জয়ী মৌমিতা মন্ডল ৷ ১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের সঞ্জয় শর্মা ৷

10:09 February 14

  • শিলিগুড়িতে 1 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্জয় পাঠক । পরাজিত হয়েছে আর এসপির প্রার্থী ।

10:08 February 14

  • আসানসোলে ২৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালী তেওয়ারি ৷ ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক ৷ ৪৪ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী অমরনাথ চট্টোপাধ্যায় ৷ ১৪ নম্বর ওয়ার্ডে জিতলেন তৃণমূল প্রার্থী উৎপল সিংহ ৷ ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিত তুলসিয়ান ৷

09:52 February 14

  • 33 নম্বর ওয়ার্ড থেকে জয়ী গৌতম দেব ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 3000 ভোটে হারিয়ে জয়ী হলেন তিনি ৷

09:52 February 14

  • চন্দননগর 6 নম্বর ওয়ার্ডে জয়ী মৌমিতা বন্দ্যোপাধ্যায় ৷ ১৩ নম্বর ওয়ার্ডে ৬৩৬ ভোটে জয়ী তৃণমূলের শুভজিৎ শাউই ৷

09:43 February 14

  • গণনার শুরু থেকেই সবুজ ঝড় শিলিগুড়িতে । 17 নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের মিলি সিনহা ৷ 1362 ভোটে জয়ী তিনি ৷

09:27 February 14

  • বিধাননগরে 2টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷ চন্দননগরে তৃণমূল কংগ্রেস 5টি, সিপিএম 1টি, এবং একটি ওয়ার্ডে এগিয়ে নির্দল প্রার্থী ৷

09:22 February 14

  • শিলিগুড়িতে 2 নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূলের গার্গী চট্টোপাধ্যায় ৷ 1 নম্বর ওয়ার্ড থেকে জয়ী আরএসপির বিশ্বজিৎ রায় ৷

09:20 February 14

  • আসানসোলে 52টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস । 27 নম্বর ওয়ার্ডে এগিয়ে জিতেন্দ্র তেওয়ারির স্ত্রী চৈতালী তেওয়ারি ৷

09:17 February 14

  • শিলিগুড়ি : 47 নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূল কংগ্রেসের অমর আনন্দ দাস ৷ ছয়বারের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলর সিপিএমের মুকুল সেনগুপ্তকে 140 ভোটে পরাজিত করেছেন তিনি ৷

09:10 February 14

  • শিলিগুড়ির 16 নম্বর ওয়ার্ড থেকে জিতলেন কংগ্রেস প্রার্থী সুজয় ঘটক ৷ 23 নম্বর ওয়ার্ড থেকে জয়ী তৃণমূলের লক্ষী পাল ৷ 20 নম্বর ওয়ার্ড থেকে জিতলেন তৃণমূলের অভয় বসু ৷

08:47 February 14

  • বিধাননগর কলেজের ভিতর চলছে ভোট গণনার কাজ ৷ গণনাকেন্দ্রের বাইরে সকাল সকাল ভিড় জমিয়েছে তৃণমূল সমর্থকরা ৷ দলের পতাকা উঁচিয়ে তারা উচ্ছ্বাসে মেতেছে ৷

08:27 February 14

  • বিধাননগর কলেজের বাইরে নজরদারিতে দেখা গেল রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে ।

08:14 February 14

  • আসানসোলে গণনা কেন্দ্রের বাইরে পড়ে গুলির খোল ৷ যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে । কীভাবে গণনা কেন্দ্রে গুলির খোল এল তা নিয়েও প্রশ্ন উঠেছে । পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে ৷

08:05 February 14

  • শুরু হয়েছে গণনা ৷ প্রথমে ভোটকর্মীদের ভোটগণনা শুরু হয়েছে ৷ এরপর ইভিএমে হবে গণনা ৷

08:05 February 14

  • মোট 226টি ওয়ার্ডে হচ্ছে গণনা ৷ ভোটের দিন বিক্ষিপ্ত অশান্তি হয়েছিল ৷ ফলে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে ভোটগণনা ৷ গণনাকেন্দ্রের 200 মিটার পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে ৷

07:47 February 14

  • ভোটগণনার আগের দিন রাতে আসানসোলে স্ট্রংরুমের বাইরে ছড়িয়ে পড়ে উত্তেজনা ৷ ধাদকা পলিটেকনিক কলেজের ওই স্ট্রংরুমের সিসিটিভি বন্ধ ছিল বলে অভিযোগ তোলা হয় ৷ এমনকি কয়েকজনকে স্ট্রংরুমের ভেতর থেকে বেরোতেই নাকি দেখা গিয়েছে ৷ এই নিয়ে বিক্ষোভ শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে ৷

07:06 February 14

  • বিধাননগরে 41টি ওয়ার্ড, শিলিগুড়ির 47টি, চন্দননগরের 33টি এবং আসানসোলে 106টি ওয়ার্ডের ভোটগণনা রয়েছে আজ ৷ আসানসোলে 22 রাউন্ড গণনা হবে ৷ চন্দনগরের 6 থেকে 11 রাউন্ড ৷ 8 থেকে 14টি ওয়ার্ডে গণনা হবে বিধাননগরে ৷ শিলিগুড়িতে 6-7 রাউন্ড গণনা ৷
Last Updated : Feb 14, 2022, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details