কলকাতা, 8 জুলাই: বিরোধীদের বাজেট বক্তব্যে হতাশ পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অর্থমন্ত্রী অমিত মিত্রর অবর্তমানে বুধবার জবাবি ভাষণ দিতে উঠে কেন্দ্রীয় নীতির কড়া সমালোচনা করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি বলেন, "যে বিজেপি বিধায়কদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ না মেলায় আমি হতাশ হয়েছি ।" বৃহস্পতিবার আলোচনার শুরুতেই বিধানসভায় বাজেট বিশ্লেষণ করতে গিয়ে বিজেপি বিধায়ক এবং প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অশোক লাহিড়ী অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে জিএসটি আদায় অন্যান্য রাজ্যের তুলনায় কম, যা রাজ্যের উন্নয়নে প্রভাব ফেলবে । পরিসংখ্যান তুলে ধরে তিনি অভিযোগ করেন, এখন রাজস্ব আদায় 2017-18 এবং 2014-19 সালের তুলনায় কমে গিয়েছে । তাঁর মতে, এই বাজেট বিভ্রান্তিকর । তিনি আরও দাবি করেন, যে রাজ্য সরকার অনেক জনদরদি প্রকল্প অনুমোদন করলেও, সেই প্রকল্পের সুবিধে ঠিক কারা এবং কতজন পাচ্ছেন এবং কত টাকা ব্যয় হচ্ছে তাঁর উল্লেখ নেই বাজেটে ।
বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী অভিযোগ করেন, "লাখ লাখ পরিযায়ী শ্রমিক রাজ্যের বাইরে যাচ্ছেন কারণ রাজ্যে কর্মসংস্থান নেই । মে 2021 সাল পর্যন্ত 16টি জুট মিল বন্ধ হয়ে গিয়েছে রাজ্যে । 50 হাজার মানুষ বেকার হয়েছে । মানুষের কর্মসংস্থান বাড়ানোর জন্য শিল্প খাতে আর আর্থিক বরাদ্দ বৃদ্ধি করতে আবেদন জানাচ্ছি । "