পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Local Trains Painting: যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে - Local Trains Painting

লোকাল ট্রেনের উন্নত পরিষেবার পাশাপাশি সৌন্দর্যায়নের লক্ষ্যে উদ্যোগ রেল কর্তৃপক্ষের । লোকাল ট্রেনে উঠলে চোখে পড়বে শিল্পকর্ম (Local Trains Painting)। আপাতত মহিলাদের কামরাগুলিকেই সাজানো হচ্ছে ।

Local Trains Painting
তুলির টান লোকাল ট্রেনে

By

Published : Apr 21, 2022, 11:09 PM IST

Updated : Apr 22, 2022, 9:17 AM IST

কলকাতা, 21 এপ্রিল: এবার লোকাল ট্রেনে উঠলে চমকে যেতে হবে। কারণ কয়েকটি ইএমইউ-র কামরায় পাত্র চাই , পাত্রী চাই, বা গোপনে মদ ছাড়ান পোষ্টারের জায়গায় লাগানো হয়েছে মন ভালো করে দেওয়া ছবি বা আলপনা । লোকাল ট্রেনের উন্নত পরিষেবার পাশাপাশি সৌন্দর্যায়নের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ (Local Trains Painting)। তারই অঙ্গ হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে ট্রেনের কামরাগুলি । বেশ কয়েকটি লোকাল ট্রেনে উঠলে চোখে পড়বে এই শিল্পকর্ম । আপাতত মহিলাদের কামরাগুলিকেই সাজানো হচ্ছে (Local Train Painting)। ধাপে ধাপে রূপটান হবে বাকি কামরাগুলিতেও ।

যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, "লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন লোকাল ট্রেন ব্যবহার করেন । বর্তমানে বেশিরভাগ মানুষই নানান চাপে থাকেন। তাই তাঁদের কিছুটা আনন্দ দিতে এবং মনটা একটু ভালো করতে এই অভিনব উদ্যোগ নিয়েছে রেল । রেলের শিল্পীরাই এই চিত্রগুলি এঁকেছেন।"

যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে

আরও পড়ুন :Horse At Local Train : ডায়মন্ডহারবার লোকালে ঘোড়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

তিনি আরও জানান, দুটি নর্থ সেকশনের ট্রেনে ও একটি সাউথ সেকশনের ট্রেনকে সাজিয়ে তোলা হয়েছে । আপাতত মহিলাদের কামরাকে সাজিয়ে তোলা হয়েছে । লোকাল ট্রেন আমাদের সম্পদ। কিন্তু বেশিরভাগ কামরার দেওয়ালে বা সিটের পেছনে নানান বিজ্ঞাপন লাগানো থাকে । এছাড়াও কামরাগুলি যেভাবে নোংরা হয়ে থাকে তা দৃষ্টিদূষণ করে । তাই এই বিষয়গুলি মাথায় রেখেই এই পদক্ষেপ করা হচ্ছে ।

যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে

ভক্তিলতা দাস যিনি প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন তিনি বলেন, "সম্প্রতি আমি শিয়ালদা বারুইপুর লোকালে উঠি । ওই লেডিজ স্পেশাল কামড়ায় উঠে আমার মন ভরে গিয়েছিল । এত সুন্দর করে কামরাগুলিকে সাজানো হয়েছে আমি ছবি না তুলে পারলাম না । ওই ট্রেনে সিটের পেছন দিকটায় বিশিষ্ট মহিলাদের ছবি ল্যামিনেট করে লাগানো হয়েছে ।

যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে

তেমনই আর একদিন আমি শিয়ালদা-হাসনাবাদ লোকাল উঠেছিলাম সেখানে আবার দেখলাম হাতে আঁকা ছবি ও আলপনা-সহ রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে ছবি আঁকা হয়েছে। গোলাপি এবং বেগুনি রংয়ের সিট দেওয়াল আঁকার মধ্যেও গোলাপি এবং বেগুনি রং অনেক বেশি ব্যবহার করা হয়েছে । পাখার থেকে শুরু করে দেওয়া সিট সবেতেই শিল্পের ছোঁয়া ।"

যাত্রী স্বার্থে 'তুলির টান' লোকাল ট্রেনে

আরও পড়ুন :Local Train Style Anganwadi Center : সিঙ্গুরে লোকাল ট্রেনের আদলে তৈরি অঙ্গনওয়ারি সেন্টার

লোকাল ট্রেনের মান উন্নয়নের জন্য পুরনো রেকের পরিবর্তে এসেছে অত্যাধুনিক ঝাঁ চকচকে নতুন ধরনের রেক । এছাড়াও এর আগেই লোকাল ট্রেনে বসেছে টিভি স্ক্রিন । অন্যদিকে, শিয়ালদা ও হাওড়া স্টেশনেরও সংস্কার করা হয়েছে । যাত্রী পরিষেবার জন্য যুক্ত করা হয়েছে একাধিক পরিষেবাও । এই ধরণের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন নিত্য যাত্রীরা ।

এভাবেই ট্রেনে আঁকা হয়েছে ছবি ও আলপনা ৷ ছবি : ভক্তিলতা দাস
Last Updated : Apr 22, 2022, 9:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details