পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Adhikari moves SC: কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ! সুপ্রিম কোর্টে শুভেন্দু

Suvendu Adhikari moves Supreme Court: শুভেন্দুর রক্ষাকবচ কার্যত কেড়ে নিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানালেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

Suvendu Adhikari to SC
সুপ্রিম কোর্টে শুভেন্দু অধিকারী

By

Published : Jul 27, 2023, 11:52 AM IST

Updated : Jul 27, 2023, 12:59 PM IST

নয়াদিল্লি, 27 জুলাই: রক্ষাকবচ পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন শুভেন্দু ৷ তবে সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুনতে রাজি হয়নি ৷ বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, মামলাটি 4 অগস্ট তালিকাভুক্ত করা হবে ৷

20 জুলাই কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছে, পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারে ৷ তদন্তের পরও আইনানুগ ব্যবস্থা নিতে পারবে পুলিশ ৷ এর জন্য পুলিশকে আদালতের অনুমতি নিতে হবে না ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গেলেন বিজেপি বিধায়ক ৷

এর আগে গত ডিসেম্বরে বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চ শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছিল আদালত ৷ তাতে সমস্যায় পড়েছিল পুলিশ ৷ তবে এদিন আদালতে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তাঁর রক্ষাকবচ হারিয়েছেন ৷

20 জুলাই কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ আবেদনে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশের জেরে একাধিক এফআইআর করা হতে পারে বিজেপি নেতার বিরুদ্ধে ৷ এতে তাঁর স্বাধীনতায় হস্তক্ষেপ করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷ 24 জুলাই সুপ্রিম কোর্টে তিনি একটি স্পেশাল লিভ পিটিশন দায়ের করেন ৷ তারপরও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষাকবচে চিড় ! হাইকোর্টের নির্দেশে এফআইআর করে ব্যবস্থা নিতে পারবে পুলিশ

বিরোধী দলনেতা সর্বোচ্চ আদালতে আবেদনে জানান, পুলিশ বর্তমান শাসকদলের অধীনস্ত ৷ সরকারের ইশারাতেই কাজ করে পুলিশ ৷ তাই ক্রমাগত প্রতিটি পদক্ষেপ আবেদনকারীর বিরুদ্ধে এভাবেই করা হচ্ছে ৷

Last Updated : Jul 27, 2023, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details