নয়াদিল্লি, 27 জুলাই: রক্ষাকবচ পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ কলকাতা হাইকোর্ট তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে ৷ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছেন শুভেন্দু ৷ তবে সুপ্রিম কোর্ট জরুরি ভিত্তিতে মামলার শুনানি শুনতে রাজি হয়নি ৷ বিচারপতি এস কে কৌল এবং বিচারপতি শুধাংশু ধুলিয়ার বেঞ্চ জানিয়েছে, মামলাটি 4 অগস্ট তালিকাভুক্ত করা হবে ৷
20 জুলাই কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছে, পুলিশ প্রয়োজন মনে করলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করতে পারে ৷ তদন্তের পরও আইনানুগ ব্যবস্থা নিতে পারবে পুলিশ ৷ এর জন্য পুলিশকে আদালতের অনুমতি নিতে হবে না ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে গেলেন বিজেপি বিধায়ক ৷
এর আগে গত ডিসেম্বরে বিচারপতি রাজাশেখর মান্থারের বেঞ্চ শুভেন্দুকে রক্ষাকবচ দিয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছিল আদালত ৷ তাতে সমস্যায় পড়েছিল পুলিশ ৷ তবে এদিন আদালতে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তাঁর রক্ষাকবচ হারিয়েছেন ৷