কলকাতা, 28 জুন : গত বছর রাজ্যের স্কুলগুলিতে একাধিক যৌন হেনস্থার ঘটনা সামনে এসেছিল। যা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য । সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতেই এবার স্কুলে পড়ুয়াদের যৌন নির্যাতন থেকে বাঁচাতে নতুন গাইডলাইন দিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। এই গাইডলাইন সরকারি ও বেসরকারি সব ধরনের স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গাইডলাইনে স্কুলে এই ধরনের ঘটনা প্রতিরোধের জন্য কী করতে হবে, ঘটে গেলে কী করতে হবে, গাইডলাইন না মানলে কী শাস্তি হবে সে সবই উল্লেখ আছে বলে জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার তরুণকুমার মুখোপাধ্যায়।
আরও পড়ুন : কলেজে ভরতি নিয়ে চিন্তার কিছু নেই, আশ্বাস পার্থর
কী বলা হয়েছে এই গাইডলাইনে?
তরুণকুমার মুখোপাধ্যায় বলেন, "এই নতুন গাইডলাইনের নাম 'দ্য চাইল্ড সেফটি ফ্রম সেক্সুয়াল অ্যাবিউজেস ইন দ্য স্কুল' । এটা সমস্ত স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যত সরকারি, বেসরকারি স্কুল আছে সব। এই গাইডলাইনের আওতায় 18 বছরের নিচে সকল পড়ুয়ারাই আসবে। এর দুটো অংশ আছে। একটা হল প্রিভেনটিভ মেসার্স, আর একটা পোস্ট অপারেটিভ মেসার্স। মানে ঘটনার আগে কী কী ব্যবস্থা নিতে হবে যাতে না ঘটে আর যদি ঘটে যায় তাহলে কী কী করতে হবে ।"
তিনি জানাচ্ছেন, তিনটি স্তরে তিনটি নোডাল কমিটি আছে । একটা স্টেট, একটা ডিস্ট্রিক্ট ও একটি সাব-ডিভিশন লেভেলে কমিটি থাকবে । এই গাইডলাইনটা যাতে কার্যকর হয় তা মনিটর করবে এই তিনটে কমিটি । আর স্কুলে এই গাইডলাইন কার্যকর হচ্ছে কি না তা মনিটর করার দায়িত্ব দেওয়া হয়েছে 2018 সালের গাইডলাইন অনুযায়ী তৈরি স্টুডেন্টস সেফটি অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটিকে। শুক্রবার বেলা 12 টায় এই গাইডলাইন ওয়েবসাইটে আপলোড করা হবে বলে জানাচ্ছেন তরুণবাবু।
এই ধরনের ঘটনা রুখতে কী কী করতে হবে? (প্রিভেনটিভ মেসার্স)
1) একটি স্কুলের প্রতিটি কর্মচারী, যাঁরা আগে থেকেই আছেন বা যাঁরা নতুন যোগ করবেন তাঁদের সকলের অ্যান্টিসিডেন্ট ও ক্যারেক্টার চেক করা হবে । অ্যান্টিসিডেন্ট অর্থাৎ, তার আগে কোনও ঘটনা ঘটেছে কি না অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেক করা । নতুন যাঁরা জয়েন করবেন তাঁদের পুলিশের মাধ্যমে চেক করা হবে । আর যাঁরা বর্তমানে কর্মরত তাঁরা গাইডলাইন মেনে স্বীকারোক্তি দেবেন । এটা স্কুলের টিচিং, নন-টিচিং, ড্রাইভার, সুইপারের মতো সব কর্মচারীর ক্ষেত্রে করা হবে।
2) প্রত্যেক পড়ুয়ার নাম, ঠিকানা ও ফোন নম্বর থাকবে স্কুলকে রাখতে হবে ।
3) প্রতিটি এমার্জেন্সি ফোন নম্বর যেমন স্থানীয় পুলিশ, হাসপাতালের মতো জরুরি পরিষেবার ফোন নম্বর স্কুলে রাখতে হবে । সেই ফোন নম্বরের তালিকা পড়ুয়ার পরিবারের সঙ্গে শেয়ার করতে হবে । সেটা স্কুলের ডায়েরি বা অন্য যে কোনও কিছুর মাধ্যমে দিতে পারবে স্কুল ।