কলকাতা, 8 এপ্রিল : শুল্ক দপ্তরে আপাতত হাজিরা দিতে হচ্ছে না তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, 31 জুলাই পর্যন্ত এই ছাড় দেওয়া হল।
4 এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, রুজিরা নারুলাকে 8 এপ্রিল শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে। তবে নির্দেশে এটাও বলা হয় যে, শুল্ক দপ্তর তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না। যাতে শুল্ক দপ্তরে হাজিরা দিতে না হয়, সেজন্য রুজিরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন। আজ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ জানায়, এই ঘটনার পর তিন সপ্তাহ পার হয়ে গেছে। জিজ্ঞাসাবাদের খুব একটা তাড়া নেই। আপাতত 31 জুলাই পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটির সিঙ্গল বেঞ্চে যেমন শুনানি হচ্ছে, তেমন চলবে।