পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অভিষেকের স্ত্রীকে 31 জুলাই পর্যন্ত শুল্ক দপ্তরে হাজিরায় ছাড় - customs department

31 জুলাই অবধি শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। কলকাতা বিমানবন্দরে রুজিরার ব্যাগ থেকে 2 কেজি সোনা উদ্ধার হয়েছিল বলে শুল্ক দপ্তরের অভিযোগ। সেই ঘটনার তদন্তে রুজিরাকে ডেকেছে শুল্ক দপ্তর।

ফাইল ফোটো

By

Published : Apr 8, 2019, 9:28 PM IST

কলকাতা, 8 এপ্রিল : শুল্ক দপ্তরে আপাতত হাজিরা দিতে হচ্ছে না তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলাকে। আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, 31 জুলাই পর্যন্ত এই ছাড় দেওয়া হল।

4 এপ্রিল হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ নির্দেশ দেন, রুজিরা নারুলাকে 8 এপ্রিল শুল্ক দপ্তরে হাজিরা দিতে হবে। তবে নির্দেশে এটাও বলা হয় যে, শুল্ক দপ্তর তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিতে পারবে না। যাতে শুল্ক দপ্তরে হাজিরা দিতে না হয়, সেজন্য রুজিরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করেন। আজ বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ জানায়, এই ঘটনার পর তিন সপ্তাহ পার হয়ে গেছে। জিজ্ঞাসাবাদের খুব একটা তাড়া নেই। আপাতত 31 জুলাই পর্যন্ত তাঁকে হাজিরা দিতে হবে না। সেই সঙ্গে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটির সিঙ্গল বেঞ্চে যেমন শুনানি হচ্ছে, তেমন চলবে।

আজ শুল্ক দপ্তরের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনেরাল আমন লেখি বলেন, "15 মার্চ রাতে রুজিরা নারুলা ব্যাঙ্কক থেকে ফেরেন। কলকাতা বিমানবন্দরে তাঁর ব্যাগে শুল্ক দপ্তর 2 কেজি সোনা পায়। ওনার আধার কার্ডে নাম রয়েছে রুজিরা ব্যানার্জি। আবার প্যানকার্ডে নাম রয়েছে রুজিরা নারুলা। তাঁর সাথে শুল্ক দপ্তরের আধিকারিকদের কথোপকথনের CCTV ফুটেজ রয়েছে। তাঁর কাগজপত্র খতিয়ে দেখতেই তাঁকে শুল্ক দপ্তরে হাজির হতে বলা হয়েছে। কিন্ত তাঁর বিরুদ্ধে যে এখনই কোনও আইনি পদক্ষেপ নেওয়া যাবে না, সেটা মহামান্য আদালত বলেই দিয়েছে।"

অন্যদিকে রুজিরার আইনজীবী অহিন চৌধুরি বলেন, "পুলিশ যেখানে বিষয়টির তদন্ত করছে, সেখানে শুল্ক দপ্তর কেন তদন্ত করবে? এটা আইনবিরুদ্ধ।"

ABOUT THE AUTHOR

...view details