পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WB HS Examination 2022 : আগামী বছর উচ্চমাধ্যমিক হোম সেন্টারেই, জানাল সংসদ

আগামী বছর নিজেদের স্কুলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা (hs examination to take place at home centres), জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷

HS Examination
আগামী বছর উচ্চমাধ্যমিক হোম সেন্টারেই

By

Published : Dec 10, 2021, 3:22 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর :আগামী বছরের উচ্চমাধ্যমিক (WB HS Examination 2022) পরীক্ষা নিজেদের স্কুলেই দিতে পারবে পরীক্ষার্থীরা (hs examination to take place at home centres) ৷ শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অফলাইন অর্থাৎ স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ৷

ইতিমধ্য়েই এই সংক্রান্ত নির্দেশিকা সংসদের তরফে রাজ্যের সমস্ত উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, পরীক্ষার্থীদের নাম নথিভূক্তির ফর্মও পাঠানো হয়েছে।

আরও পড়ুন : Madhyamik Test 2022 : মাধ্যমিকেও টেস্ট বাধ্যতামূলক, ফের পরীক্ষা বাতিলের সংকেত ?

কয়েকদিন আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে 2022 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল। তবে পরীক্ষা কোথায় হবে অর্থাৎ পরীক্ষার্থীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবে নাকি অন্য স্কুলে তাদের সিট পড়বে, সে বিষয়ে তখন কিছু ঘোষণা করেনি সংসদ ৷ তবে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, করোনা পরিস্থিতির অবনতি না হলে আগামী বছর উচ্চমাধ্যমিক হবে হোম সেন্টারেই। আগামী বছর 2 এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details