পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে স্বাস্থ্য বিভাগে 6,114 জন নার্স নিয়োগ করা হবে ৷ দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে ৷ যে কোনও ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন ৷ পোস্ট বেসিক বিএসসি 2032টি এবং বেসিক বিএসসি 108টি পদ রয়েছে ৷ অন্য আরেকটি বিজ্ঞপ্তিতে মহিলা নার্স 3577 জন এবং পুরুষ নার্স পদে 397 জনকে নিয়োগ করা হবে ৷
শিক্ষাগত যোগ্যতা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে পোস্ট বেসিক নার্সিং উত্তীর্ণ হতে হবে ৷ বাংলা এবং নেপালি বলতে ও লিখতে জানতে হবে ৷ মহিলা এবং পুরুষ নার্সের ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা রাজ্য নার্সিং কাউন্সিলের অনুমোদিত প্রতিষ্ঠান থেকে জিএনএম কোর্স পাশ করা হতে হবে ৷ বাংলা এবং নেপালি বলতে ও লিখতে জানতে হবে ৷