পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Organic Raw Materials: জৈব সম্পদ প্রস্তুতকারক ব্যবসায়ীদের নোটিশ ডব্লিউবিবিবি'র - জৈব সম্পদ প্রস্তুতকারকদের নোটিশ ডব্লিউবিবিবির

জৈব সম্পদ ব্যবহারের সঙ্গে জড়িত সমস্ত প্রস্তুতকারক এবং ব্যবসায়ীদের নোটিশ জারি করেছে ডব্লিউবিবিবি (WBBB) অর্থাৎ পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য বোর্ড ৷

Organic Raw Materials
জৈব সম্পদ প্রস্তুতকারক ব্যবসায়ীদের নোটিশ ডব্লিউবিবিবি

By

Published : Mar 25, 2023, 3:10 PM IST

কলকাতা, 25 মার্চ:পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য বোর্ড (ডব্লিউবিবিবি) জৈব সম্পদ ব্যবহারের সঙ্গে জড়িত সমস্ত প্রস্তুতকারক এবং ব্যবসায়ীদের নোটিশ জারি করেছে। তাঁদের জীববৈচিত্র্য বোর্ডের কাছ থেকে অনুমতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে; যাতে অ্যাক্সেস এবং বেনিফিট শেয়ারিংয়ের বিধান অনুসারে তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। রাজ্যের পরিবেশমন্ত্রী মানস ভূঁইয়া বলেন, "জৈবিক সম্পদ-ভিত্তিক ওষুধ, শিল্প এনজাইম, খাদ্যের স্বাদ, সুগন্ধি এবং সৌন্দর্য্য পণ্য-প্রসাধনী ইত্যাদির নির্মাতাদের এই জাতীয় পণ্যগুলির ব্যবহারের ফলে উদ্ভূত সুবিধাগুলি ভাগ করতে হবে। জৈবিক বৈচিত্র্য আইন, 2002-এর অধীনে অ্যাক্সেস এবং বেনিফিট শেয়ারিংয়ের বিধান অনুসারে তাঁদের স্বাধীনভাবে কাজ করতে হবে। আইন লঙ্ঘন হলে কারাদণ্ড এবং মোটা জরিমানা বা উভয়ের আইনি বিধান রয়েছে।"

ডব্লিউবিবিবি WBBB-এর চেয়ারম্যান হিমাদ্রি শেখর দেবনাথ বলেন, "ইতিমধ্যে 400 জনের মধ্যে 250 জন ওষুধ ব্যবসায়ীকে চিঠি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত মাত্র 24 জন সেই চিঠির সাড়া দিয়েছে। রাজ্য সরকার ঔষধি উদ্ভিদ বোর্ড, বিভিন্ন বিভাগ এবং গ্রামীণ ও শহরাঞ্চলের স্থানীয় সংস্থাগুলিকে এই ধরনের সংস্থাগুলির বিশদ বিবরণ দিতে বলা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বাণিজ্যিক সংস্থাগুলিকে তাদের বার্ষিক টার্নওভারের 0.1 থেকে 0.5 শতাংশ বোর্ডকে দিতে হবে।"

নোটিশ জারি করেছে ডব্লিউবিবিবি

আরও পড়ুন:কথা বলছে আলো, বৈচিত্র্য সাউন্ড-ধোঁয়ায় ! দর্শক টানতে বদলেছে নাটকের ঘরানা

এদিকে আগামী শীতকালে রাজ্যের পরিবেশ দফতর জুন মাস থেকে আন্তঃরাজ্য সীমান্ত বরাবর ঝাড়গ্রাম থেকে বীরভূম পর্যন্ত গাছ লাগানো শুরু করবে। বিশেষ করে শীতকালে ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে পাড়ি দেওয়া সূক্ষ্ম বায়ুবাহিত দূষণ বৃদ্ধি করে। যে গাছগুলি রোপণ করা হবে তার মধ্যে রয়েছে করবী, আকন্দ, বকুল, ছাতিম, নিম, পলাশ। রাজ্য সরকার আন্তঃসীমান্ত দূষণ নিয়ন্ত্রণে আন্তঃরাজ্য কৌশল প্রস্তুত করতে চলতি বছরের মাঝামাঝি সময়ে কলকাতায় কিছু প্রতিবেশী রাজ্য এবং দেশের সঙ্গে একটি আঞ্চলিক বৈঠক করার পরিকল্পনা করছে।

ABOUT THE AUTHOR

...view details