কলকাতা, 18 এপ্রিল: নল বাহিত জল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে পয়লা নম্বর স্থানে রয়েছে বাংলা । কিন্তু শুধু এই সাফল্যে থেমে থাকতে চায়না রাজ্য সরকার । জাপানি সংস্থা জাইকা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় রাঢ়বঙ্গের রুক্ষ ভূমিতে 32 লাখ মানুষের বাড়িতে খাবার জল পৌঁছে দিতে চায় রাজ্য (WB Govt is planning to provide drinking water in rural areas of Purulia and Bankura) । রাজ্য সরকারের তরফ থেকে সামগ্রিকভাবে যে তথ্য পাওয়া গিয়েছে তাতে জানা গিয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের এই প্রকল্পে অর্থ সাহায্যের একটা বড় অংশই আসছে জাপানি সংস্থা জাইকা এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির কাছ থেকে ।
দফতরের এক আধিকারিকের কথায়, "এই প্রকল্পের জন্য জাইকা দেবে 1296.25 কোটি টাকা । আর এডিবি দেবে 2265.50 কোটি টাকা । রাজ্য সরকার লক্ষ্যমাত্রা ঠিক করেছে, আগামী বছর অর্থাৎ 2023 সালের মার্চের মধ্যে এই কাজ শুরু হবে । আসলে পুরুলিয়ার রুক্ষ ভূমিতে পানীয় জল পৌঁছে দেওয়া রাজ্য সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ । ইতিমধ্যেই পুরুলিয়া শহরের একটা বড় অংশের নল বাহিত পানীয় জল পৌঁছে গেলেও গ্রামীণ অংশে বর্ষা বাদ দিলে বেশিরভাগ সময়ই মানুষকে জল সংকটে ভুগতে হয় । এইসব এলাকায় পানীয় জল এক বড় অংশের সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো ৷
কিন্তু এই অবস্থাতেই রাজ্য সরকার চায় এই জেলার বৃহত্তর অংশের সাধারণ মানুষের পানীয় জল পৌঁছে দিতে । সেই জন্যই এই প্রকল্পের বিষয়ে উদ্যোগ শুরু করেছে রাজ্য সরকার । রাজ্যের জনসাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, জাইকার দেওয়া অর্থে এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার গ্রামীণ অংশের আড়শা, বরাবাজার, পুঞ্চা, পুরুলিয়া 1 ও মানবাজার 1-এর প্রায় 6.32 লাখ মানুষ উপকৃত হবেন । পাশাপাশি, পুরুলিয়ার পুর এলাকার 1.85 লাখ মানুষ লাভবান হবেন । একইভাবে এডিবির দেওয়া অর্থে বাঁকুড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কাজ করা হবে । এই প্রকল্পের মাধ্যমে বাঁকুড়ার চারটি ব্লক মেজিয়া, গঙ্গাজলঘাটি, ইন্দপুর ও তালডাংরার 11.3 লাখ মানুষ উপকৃত হবেন ৷