কলকাতা, 4 নভেম্বর: রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (DA)বৃদ্ধি ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার । শুক্রবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে রাজ্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রিভিউ পিটিশনের রায় এবং মূল মামলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন ফাইল করেছে রাজ্য সরকার। ফলে এবার এই রাজ্যের ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে দেশের শীর্ষ আদালতে (WB Govt files special leave petition in supreme court on DA issue)।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্যকে । সেই হিসেবে অগস্ট মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটানোর কথা ছিল রাজ্যের । কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও রাজ্য ডিএ না দেওয়ায় আবারও আদালতের দ্বারস্থ হয় সরকারি কর্মচারী সংগঠনগুলি । বকেয়া ডিএ না মিটিয়ে রাজ্য সরকার আদালতের অবমাননা করেছে বলে অভিযোগ করা হয় হাইকোর্টে ৷