কলকাতা, 31 অগস্ট: আগামিকাল শুক্রবার থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। চলবে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত। আর সে বিষয়ে ঘোষণা করতে গিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এবার থেকে 60 বছর পেরোলেই মিলবে বার্ধক্য ভাতা ৷ মূলত দুই ধাপে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে। প্রথম ধাপ অর্থাৎ 16 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের কাছ থেকে আবেদন গ্রহণ করা হবে। এবং দ্বিতীয় ধাপ 18 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ মানুষের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হবে।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে দুয়ারে সরকার ক্যাম্প সম্পর্কে এমনই জানান রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। দুয়ারে সরকারের ক্যাম্প থেকে প্রত্যেকবারের মতো এবারও 35টি সরকারি পরিষেবা পাওয়া যাবে। তবে এবার দুয়ারে সরকারের তাৎপর্য দুটি, এবারই প্রথম এই ক্যাম্প থেকে সরাসরি পরিযায়ী শ্রমিকরা তাদের ঠিকানা-সহ নাম নথিভুক্ত করতে পারবে। একই সঙ্গে, এবার থেকে 60 পেরোলেই প্রবীণ মানুষেরা পেনশনের আওতায় আসবেন। আগে তফশিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে 'জয় জহর' এবং 'তফশিলি বন্ধু' স্কিমের আওতায় 100 শতাংশ মানুষকে পেনশনের আওতায় আনা হয়েছিল। তবে প্রবীণ মানুষদের জন্য চালু হওয়া পেনশন 100 শতাংশ এতদিন পর্যন্ত ছিল না।
এবার 60 পেরোলেই মিলবে বার্ধক্য ভাতা এবার থেকে 60 বছর পেরোলে সকলেই বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন। এবারের দুয়ারে সরকার ক্যাম্প থেকে এর জন্য আবেদন গ্রহণ করা হবে। যারা এই স্কিমের জন্য আবেদন করবেন তাদের এই সুবিধা দেওয়া হবে বলে এদিন জানিয়েছেন মুখ্য সচিব। এদিন মুখ্য সচিব জানান, এবার দুয়ারে সরকার ক্যাম্পে যেখানে সাধারণ মানুষকে অনেক দূরে যেতে হয় এই পরিষেবা পাওয়ার জন্য সেখানে মোবাইল পরিষেবা চালু করা হচ্ছে। যাতে এই দুয়ারে সরকার ক্যাম্প সরাসরি ওই সমস্ত প্রত্যন্ত এলাকাতেই উপস্থিত হবে যাতে সাধারণ মানুষ এই ক্যাম্পগুলি থেকে সুবিধা গ্রহণ করতে পারে।
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার
প্রসঙ্গত, 2020 সালের ডিসেম্বর মাসে এই দুয়ারে সরকার শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে দুয়ারে সরকারের সপ্তম বর্ষ অনুষ্ঠিত হতে চলেছে শুক্রবার থেকে। মুখ্য সচিবের কথায়, এই মুহূর্তে সরকারি পরিষেবা প্রদানের ক্ষেত্রে ভারতবর্ষের সবচেয়ে সফল কার্যক্রম এটি। এত বড় সফল কার্যক্রম যার মাধ্যমে সরাসরি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয় তেমনটা আর নেই। তিনি বলেন, "এখনও পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাত কোটি 20 লক্ষ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। ডিসেম্বর 2020-র পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ক্যাম্প আয় আয়োজন করা হয়েছে।"