কলকাতা, 8 অক্টোবর: বছরভর 144 ধারা জারি থাকে ধর্মতলা, রাজভবন, বিধানসভা এলাকায় ৷ এই এলাকাগুলিতে জমায়েত করা বেআইনি ৷ এদিকে 5 অক্টোবর, বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে মঞ্চ বেঁধে অবস্থান করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এই নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল নিজেই ৷ এই রাজভবন অভিযান কীভাবে হচ্ছে, সেই বিষয়ে জবাব তলব করে নবান্নকে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
সূত্রের খবর, নবান্নের কাছ থেকে তিনটি বিষয়ে জবাব তলব করা হয়েছে ৷ তবে নবান্নের তরফে এই চিঠির প্রাপ্তির বিষয়ে কিছুই জানানো হয়নি ৷ রাজভবনের সামনে ধরনা মঞ্চ তৈরি করে আইন ভেঙেছে তৃণমূল ৷ আইন ভেঙে কেন রাজনৈতিক সভা ? এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কী ব্যবস্থা নিলেন, তাও জানতে চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রবিবার রাজভবন সূত্রের দাবি, আইনের ধারা উল্লেখ করে তিনটি বিষয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।
রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশেই এই রিপোর্ট তলব ৷ তাই রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের তো বটেই, এবার শাসকদলের সঙ্গেও সংঘাত চরমে উঠল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ একশো দিনের কাজের বকেয়া টাকা-সহ আরও বেশ কিছু কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওনা রয়েছে রাজ্য সরকারের ৷
আরও পড়ুন: রাজ্যপাল আশ্বাস দিলেও নিজেদের অবস্থানে অনড় তৃণমূল
2-3 অক্টোবর সেই পাওয়া আদায়ের দাবিতে দিল্লি গিয়ে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল ৷ 2 অক্টোবর রাজঘাটে বিক্ষোভ চলাকালীন পুলিশ তৃণমূলের শীর্ষ নেতাদের হটিয়ে দেয় ৷ এরপর, 3 অক্টোবর কৃষিভবনে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়ে চরম হেনস্তা হতে হয় তৃণমূলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও নেতাদের ৷ পুলিশ গায়ের জোরে তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় ৷ পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷
এই বিষয়ে অভিযোগ জানাতে চেয়ে 'রাজভবন চলো' অভিযান করে তৃণমূল ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করার দাবিতে বৃহস্পতিবার রাজভবনে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের অন্য নেতা, কর্মীরা ৷ এদিকে সেদিন রাজ্যপাল দিল্লিতে ছিলেন ৷
ওইদিনই সিকিমে মেঘ ভাঙা বৃষ্টি এবং তিস্তা নদীতে হড়পা বানের ঘটনায় বন্যা পরিস্থিতি দেখা দেয় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ৷ এদিনই রাজ্যপাল দিল্লি থেকে ওই ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান ৷ তাঁর এই সফরকে 'পর্যটকের সফর' বলে কটাক্ষ করে শাসকদল ৷