পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagdeep Dhankar Tweets : আগামিকাল বিধানসভার বাজেট অধিবেশন, ভাষণ সম্প্রচার নিয়ে টুইট ধনকড়ের - আগামিকাল বিধানসভা অধিবেশন

বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা সম্প্রচার করতে দেওয়া হোক ৷ এটা রাজ্যপালের অফিসের সম্মানের বিষয়, টুইট জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar Tweets) ৷

Jagdeep Dhankar assembly address
রাজ্যপাল জগদীপ ধনকড়

By

Published : Mar 6, 2022, 1:17 PM IST

কলকাতা, 6 মার্চ : আগামিকাল দুপুর দুটোয় রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন ৷ তার আগে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এর আগে বিধানসভা অধিবেশনে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ 'ব্ল্যাক আউট' করে দেওয়া হয়েছিল ৷ এবার যেন তেমনটা না হয়, তাই টুইট করেন ধনকড় ৷ বিষয়টি নিয়ে কথা বলতে আজ দুপুর দুটোয় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WB Governor tweets over his assembly address live telecast) ৷

এ বিষয়ে তিনি টুইটারে একটি বিবৃতি পোস্ট করেন রাজ্যপাল ৷ সংবিধানের 176 ধারা অনুযায়ী বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা দেওয়ার কথা উল্লেখ করেন ৷ আগে বহুবার তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ 'ব্ল্যাকআউট' করা হয়েছে ৷ এ বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চান ৷ এবার যেন তেমনটা না হয় ৷ রাজ্যপালের অফিসের মর্যাদা রক্ষা করে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Dhankhar tweets Budget Session Time : জটিলতা কাটিয়ে 7 মার্চ দুপুরেই বাজেট অধিবেশন, টুইট রাজ্যপালের

বিষয়টি নিশ্চিত করতে 6 মার্চ, দুপুর দুটোয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন রাজ্যপাল ধনকড় ৷ প্রসঙ্গত উল্লেখ্য, 2021-এ বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হয় ৷ এরপর বিধানসভা অধিবেশনের প্রথম দিন, 2 জুলাই রাজ্যপাল চার মিনিটে তাঁর ভাষণ শেষ করতে বাধ্য হন ৷ তিনি ভাষণ পাঠ শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা ৷ প্রথমে তাঁরা আসনে বসেই বিক্ষোভ দেখালেও পরে ওয়েলে প্ল্যাকার্ড নিয়ে নেমে পড়েন ৷ তাঁদের বিক্ষোভ মূলত ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে ৷ এতে রাজ্যপাল তাঁর ভাষণ অনুমোদনের কথা জানিয়ে বিধানসভা ছেড়ে চলে যান ৷

আগামিকাল 7 মার্চ নির্ধারিত সময় দুপুর দু‘টোতেই বসছে বাজেট অধিবেশন । এবার অধিবেশনের আগে শেষ হয়েছে পৌরনির্বাচন ৷ রাজ্যের প্রায় সব পৌরনিগম ও পৌরভোটে জয়ী হয়েছে ঘাসফুল ৷ তাই অধিবেশনে শাসকদলের বিধায়করা স্বাভাবিকভাবেই আরও উজ্জীবিত থাকবেন ৷

ABOUT THE AUTHOR

...view details