পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Governor Oath: বঙ্গে শুরু 'আনন্দ' পর্ব, শপথ নয়া রাজ্যপালের - পশ্চিমবঙ্গের রাজ্যপাল আনন্দ বোসের শপথগ্রহণঅনুষ্ঠান

পশ্চিমবঙ্গ পেল নতুন রাজ্যপাল(Governor Oath)৷ শপথ নিলেন সি ভি আনন্দ বোস ৷ শাসক-বিরোধী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব নয়া রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান ৷

Etv Bharat
রাজ্যপালের শপথগ্রহণ

By

Published : Nov 23, 2022, 11:23 AM IST

Updated : Nov 23, 2022, 12:18 PM IST

কলকাতা, 23 নভেম্বর: রাজ্যের নতুন রাজ্যপাল পদে শপথ নিলেন সি ভি আনন্দ বোস ৷ কেরলের বাসিন্দা এই প্রাক্তন আমলা মঙ্গলবারই রাজ্যে এসে পৌঁছন ৷ এরপর বুধবার সকাল 10টা নাগাদ রাজভবনে শপথ নেন তিনি(WB Governor Oath Taking Ceremony at Raj Bhavan Kolkata)৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব রীতি অনুযায়ী নয়া রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান ৷

এদিনের অনুষ্ঠানে নিজের ক্যাবিনেটের সহকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বহু বিশিষ্টজন ৷ নয়া রাজ্যপালের শপথে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধি ৷

যদিও এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে না যাওয়ার কারণ জানাতে রাজ্যপালের শপথগ্রহণের অনুষ্ঠান শেষে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে তিনি বলেন,"বিজেপি ত্যাগী দুই বিধায়কের পাশে কেন আমার বসার আসন ? এটাই আমার শপথ অনুষ্ঠানে অনুপস্থিতির কারণ ৷"

আরও পড়ুন :রাজ্যপালের শপথগ্রহণে উপস্থিত প্রাক্তন গোপালকৃষ্ণ গান্ধি

Last Updated : Nov 23, 2022, 12:18 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details