কলকাতা, 11 ডিসেম্বর : রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকর (governor jagdeep dhankhar summons chief secretary and home secretary) ৷ শনিবার বিকেল 5টার মধ্যে মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাকে রাজভবনে তলব করা হয়েছে ৷ এদিন এক টুইট বার্তায় নিজেই এই কথা জানিয়েছেন রাজ্যপাল ৷
এর আগে একাধিক বার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ প্রকাশ্যে এসেছে ৷ বিভিন্ন সময়ে টুইটে বা সংবাদমাধ্যমের সামনে রাজ্য সরকার, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল ৷ রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে বলে শুক্রবারই তৃণমূল সরকার ও রাজ্যের মানবাধিকার কমিশনকে একহাত নেন জগদীপ ধনকর ৷ শনিবার সকালেও হাওড়া পৌরবিল নিয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাজ্যপাল ৷ বলেছেন, "আমি হাওড়া পৌরবিল নিয়ে গত 24 নভেম্বর রাজ্যের কাছে কিছু তথ্য জানতে চেয়েছিলাম, কিন্তু এখনও সেই প্রশ্নের উত্তর মেলেনি ৷ অথচ আমায় দোষারোপ করা হচ্ছে ৷ বলা হচ্ছে, আমি বিল আটকে রেখেছি ৷ আমি সংবিধান মেনেই কাজ করছি ৷" বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায়ের সমালোচনাও এদিন শোনা গিয়েছে ধনকরের মুখে ৷ তাঁকে নিজের পদের গরিমা বজায় রাখার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ৷