কলকাতা, 31 ডিসেম্বর : আজ বছরের শেষ দিন ৷ বর্ষবরণের আগে ফের টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এবার তাঁর নিশানা তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় ৷ 29 ডিসেম্বর তিনি রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর নিন্দা করে মেসেজ পাঠানোর অভিযোগ তোলেন ৷ এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া-সহ সব সংবাদমাধ্যমে (WB governor jagdeep dhankhar sends letter to Saugata Roy and dismiss alligation) ৷
এর প্রত্যুত্তরে টুইট করেছেন রাজ্যপাল ৷ তিনি লেখেন, "'রাজ্যপাল আমায় প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যয়ের বিরুদ্ধে টেক্সট পাঠাচ্ছেন', এটা অনৈতিক" ৷ এই টুইটটি তিনি বিভিন্ন সাংবাদমাধ্যমকেও ট্যাগ করেছেন ৷ এর সঙ্গে সৌগত রায়কে লেখা তিন পাতার একটি চিঠিও পোস্ট করেছেন জগদীপ ধনকড় ৷ এমনকি টুইটারে সৌগত রায়কে তাঁর অভিযোগ প্রত্যাহার করার কথা জানিয়েছেন রাজ্যপাল ৷ তবে এ বিষয়েও তাঁর আশা ক্ষীণ বলে উল্লেখ করেছেন ৷
চিঠিতে তিনি তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদকে জানিয়েছেন, তাঁর মেসেজ পাঠানোর অভিযোগ সংবাদপত্র, ডিজিটাল সংবাদমাধ্যমে ফলাও করে ছাপা হয়েছে, সোশ্যাল মিডিয়াও বাদ যায়নি ৷ এটা অনৈতিক ৷ তিনি সাংসদকে লেখেন, "একজন সাংবিধানিক প্রধানকে তা যে ভাবে আক্রমণ করা হয়েছে, তার সঙ্গে কোনও কিছুর তুলনা করা যায় না ৷ এটা অত্যন্ত সংকীর্ণ, তথ্যের দিক দিয়ে অসমর্থনযোগ্য ৷"
আরও পড়ুন : Saugata Roy blames Jagdeep Dhankhar : মুখ্যমন্ত্রীর নামে বিভ্রান্তিকর মেসেজ করছেন রাজ্যপাল, দাবি সৌগতর
চিঠিতে তিনি সৌগত রায়কে পাঠানো প্রথম চিঠির তারিখ 16 মে, 2021-এর উল্লেখ করেন ৷ রাজ্য সরকারের তরফে বারে বারে রাজ্যপালের ভূমিকা নিয়ে নানারকম সমালোচনা করা হচ্ছে এবং তাঁকে আক্রমণ করা হচ্ছে ৷ সংলাপ গণতন্ত্রের ধারক ৷ তাই তিনি সৌগত রায়ের সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চেয়েছেন ৷ সৌগত রায়ও রাজ্যপালকে 16 মের চিঠি পাওয়ার কথা জানিয়ে উত্তর দেন ৷
23 মে, 2021 ৷ রাজ্যপাল সৌগত রায়কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ভিডিয়ো পাঠান ৷ সেখানে সাংসদ বলছেন, "একবার রাজ্যপাল পদ ছাড়লে রাজ্যের প্রতিটি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর করব" ৷ এ বিষয়ে সৌগত রায় কোনও উত্তর দেননি, চিঠিতে জানিয়েছেন রাজ্যপাল ৷