পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Jagdeep Dhankhar Tweets : নেতাই যেতে বাধা শুভেন্দুকে, ফের মুখ্যসচিব ও ডিজি'কে তলব রাজ্যপালের - নেতাই যেতে বাধা শুভেন্দুকে, ফের মুখ্যসচিব ও ডিজি'কে তলব রাজ্যপালের

নেতাই যেতে শুক্রবার কেন বাধা দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, কারণ জানতে ফের রাজ্যের মুখ্যসচিব ও ডিজি'কে তলব রাজ্যপালের (WB Governor Jagdeep Dhankhar again summons CS and DGP)

Jagdeep Dhankhar Tweets
ফের মুখ্যসচিব ও ডিজি'কে তলব রাজ্যপালের

By

Published : Jan 11, 2022, 6:08 PM IST

কলকাতা, 11 জানুয়ারি: গত শুক্রবার নেতাই যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুলিশের আটকে দেওয়া নিয়ে ফের রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । 12 জানুয়ারি সকাল 11টায় তাঁদের দু'জনকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে ৷ মঙ্গলবারের চিঠিতে রাজ্যপাল এও লিখেছেন, যদি এই কোভিড পরিস্থিতিতে মুখ্যসচিব, ডিজি আইসোলেশনে থাকেন তবে সহকারী মুখ্যসচিব ও ডিজি'র পরবর্তী আধিকারিক যেন রাজভবনে হাজিরা দেন ৷

এদিনের চিঠিটি জগদীপ ধনকড় নিজেই টুইট করেছেন (Jagdeep Dhankhar Tweets) ৷ তাঁর আগের ডাকা বৈঠকে রাজ্য পুলিশ ও প্রশাসনের এই দুই শীর্ষ আধিকারিক যে উপস্থিত থাকতে পারেননি, সেই বিষয়টিকে যে তিনি ভালভাবে নেননি এদিন তাও বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল ৷

আরও পড়ুন :প্রচারে বাধার মুখে দিলীপ, পুলিশের সঙ্গে বচসা-ধাক্কাধাক্কি

গত 7 জানুয়ারি নেতাইতে শহিদ দিবসের একটি পূর্বঘোষিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কিন্তু পুলিশ তাঁকে মাঝ রাস্তাতেই আটকে দেয় । এই নিয়ে রাজ্যপালের শরণাপন্ন হন শুভেন্দু । আদালতের অনুমতি থাকে সত্ত্বেও রাজ্যের বিরোধী দলনেতাকে কেন সেখানে যেতে দেওয়া হল না সেই প্রশ্ন তুলে মুখ্যসচিব বা রাজ্যে পুলিশের ডিজিকে সোমবার রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন জগদীপ ধনকড় ৷ কিন্তু তাঁরা কেউই গতকাল রাজভবনে হাজিরা দেননি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details