কলকাতা, 30 ডিসেম্বর : আইন না মেনে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সাত সকালে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ টুইটে রাজ্যপাল 24 টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন (WB Governor Jagdeep Dhankar tweets on VCs appiontment by Mamata Banerjee Government) ৷
জগদীপ ধনকড় তাঁর টুইটারে লিখেছেন, "24টি বিশ্ববিদ্যালয়ে আইন না মেনে উপাচার্য নিয়োগ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ এ বিষয়ে আচার্য, যিনি নিয়োগ কর্তা, তাঁর অনুমোদন নেওয়া হয়নি ৷ নির্দিষ্ট কোনও আদেশ ছাড়াই এই নিয়োগ হয়েছে ৷ এই নিয়োগ কোনও ভাবে আইনি সম্মত নয় ৷ আর দ্রুত প্রত্যাহার না করা হলে এ নিয়ে পদক্ষেপ করতে বাধ্য হব ৷"