পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের মুখ্যসচিব ও ডিজিকে তলব রাজ্যপালের - ধনকড় টুইট

রাজ্যের কোনও বিষয়ে তাঁকে জানানো হচ্ছে না বলে অভিযোগ রাজ্যপালের ।

wb governor jagdeep dhankar summons chief secretary and dgp
wb governor jagdeep dhankar summons chief secretary and dgp

By

Published : Dec 8, 2020, 7:33 PM IST

Updated : Dec 8, 2020, 8:37 PM IST

কলকাতা, 8 ডিসেম্বর : ফের রাজ্যের মুখ্যসচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ 12 ডিসেম্বরের মধ্যে তাঁদের দেখা করতে বলেছেন তিনি ৷ তাঁর অভিযোগ, রাজ্যের কোনও বিষয়ে তাঁকে অবগত করা হচ্ছে না ৷ তাই জনস্বার্থে বাধ্য হয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে ডেকেছেন তিনি ৷

টুইটারে রাজ্যপাল লেখেন, "জনস্বার্থে মমতা সরকারের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে 12 ডিসেম্বরের মধ্যে ডেকে পাঠিয়েছি ৷ তাঁরা প্রতিক্রিয়া দেন না ৷ রাজ্যে কী চলছে সেই সম্পর্কে আমাকে আপডেট দিতে ব্যর্থ ৷" লাগাতার তথ্য চেয়েও পাননি বলে অভিযোগ করেছেন তিনি ৷

12 তারিখের মধ্যে রিপোর্ট সহ রাজ্য প্রশাসনের দুই শীর্ষকর্তাকে রাজভবনে ডেকেছেন রাজ্যপাল ৷

Last Updated : Dec 8, 2020, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details