কলকাতা, 3 অক্টোবর: কোষাগারে আর্থিক দুরবস্থা এবং ডেঙ্গির বাড়বাড়ন্তের জেরে কয়েকদিন আগে রাজ্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস তাঁর বিদেশ সফর বাতিল করেছিলেন। আরও একবার মানবিকতার পরিচয় দিলেন। সোমবার রাজভবন সূত্রে জানা গেল, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রাজ্যপাল তাঁর একমাসের বেতন দান করেছেন। মূলত, রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকায় এই টাকা দান করেছেন বলে রাজভবন সূত্রের দাবি ।
যদিও টাকার অঙ্ক জানা যায়নি । তবে, রাজ্যপালরা বিভিন্ন ভাতা ও সুযোগসুবিধা-সহ মাসিক প্রায় সাড়ে তিন লাখ টাকা পেয়ে থাকেন । ফলে, রাজ্যপাল সিভি আনন্দ বোস সাড়ে তিন লাখ না দিলেও ওই বিপুল পরিমাণ টাকার কমবেশি টাকা মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে দিয়েছেন বলেই রাজভবনের একটি সূত্র দাবি করেছে । গত কয়েকমাসে রাজ্যপাল সিভি আনন্দ বোস ধারাবাহিকভাবে একাধিক সম্মান-সহ আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন । দিন কয়েক আগে 108 জনকে দুর্গাপুজো উপলক্ষে 'দুর্গা ভারত সম্মান' দেওয়ার কথা ঘোষণা করেছেন ।যেখানে তিনটি বিভাগে পুরস্কার মূল্য যথাক্রমে 1 লাখ, 50 হাজার ও 25 হাজার টাকা ৷