কলকাতা, 2 অগস্ট: রাজ্যে 355 ধারা জারির দাবি তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ একে দাবি হিসেবেই দেখছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ একটি সাংবাদসংস্থাকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথাই বললেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজ্যপাল বলেন, "হ্যাঁ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি দাবি তুলেছেন ৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে ৷ তাঁর দাবিকে একটি দাবি হিসেবেই দেখছি ৷"
সম্প্রতি রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন ৷ তাঁর এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি পশ্চিমবঙ্গ সরকার ৷ রাজ্যপালের এই পদক্ষেপের বিরুদ্ধে তৃণমূল সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এ প্রসঙ্গে সিভি আনন্দ বোস জানান, এতে কোনও ভুল নেই ৷ সরকার সুপ্রিম কোর্টে যেতেই পারেন ৷ তিনি নিজে বোঝাপড়ায় বিশ্বাসী, সংঘর্ষে নয় ৷
বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল জানান, এই বিষয়ে তিনি দেশের তাবড় আইনজীবী, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, এমনকী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের সঙ্গে আলোচনা করেছেন ৷ তাঁদের থেকে পরামর্শ নিয়ে একটি নথি তৈরি করেছেন ৷ তাতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্ষমতার বিষয়টি পরিষ্কারভাবে জানানো আছে ৷ তাতে শীর্ষ আদালত, কলকাতা হাইকোর্টের নির্দেশের উল্লেখও রয়েছে ৷