কলকাতা, 10 সেপ্টেম্বর: দিনভর নাটকীয় টানাপোড়েনের পর রাতে দুটি গোপন চিঠিতে স্বাক্ষর করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এর মধ্যে একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। অন্যটি লেখা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ এর আগে শনিবার সকালে 'অ্যাকশন' গ্রহণের হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যপাল ৷ কী হয় জানার জন্য মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার কথাও বলেছিলেন ৷
সেই অনুযায়ী শনিবার রাত 11.42 মিনিটে রাজভবনের তরফে রাজ্যপালের নেওয়া অ্যাকশনের বিষয়ে জানানো হয় ৷ বলা হয় "রাজ্যপাল আজ রাতে দু'টি গোপন চিঠি স্বাক্ষর করেছেন ৷ একটা চিঠি নবান্নের জন্য ৷ দ্বিতীয় চিঠিটি দিল্লির জন্য ৷" যদিও চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি ৷ স্বাভাবিকভাবে দুটি চিঠিতে কী লেখা আছে তা জানতে রাজনৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে ৷
শনিবার সকালে সল্টলেকে রাজ্যপাল আনন্দ বোস সাংবাদিকদের জানান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করবেন ৷ তিনি বলেন, "আমি আমার কাজের জন্য গর্বিত ৷ আজ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করুন ৷ দেখুন কী পদক্ষেপ নেওয়া হয় !" পালটা টুইটে ব্রাত্য বসু লেখেন "মধ্যরাত পর্যন্ত জেগে থাকুন, অ্যাকশন দেখুন ৷ সাবধান ! সাবধান ! সাবধান ! শহরে নতুন ভ্যাম্পায়ার ! নাগরিকরা, নিজের খেয়াল রাখুন ৷ ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে 'রাক্ষস প্রহর'-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি !"