কলকাতা, 27 জুলাই:বিশেষভাবে সক্ষম ছাত্র-ছাত্রীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ সরকারিভাবে এখনও পর্যন্ত গোটা দেশে অমিল। যতটুকু রয়েছে তার সবটাই রয়েছে বেসরকারি উদ্যোগে। এবার সেই পথে অগ্রণী ভূমিকা নিতে চলেছে পশ্চিমবঙ্গ।
রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় জানিয়েছেন, রাজ্যের প্রথম বিশেষভাবে সক্ষমদের জন্য কলেজ তৈরি হতে চলেছে উত্তর 24 পরগনার হাবরায়। তাঁর মতে, কেবল পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে এই উদ্যোগ প্রথমবার। হাবরা পৌরসভার অন্তর্গত বাণীপুর গভর্নমেন্ট অফ এডুকেশন ভবন সংলগ্ন খালি জমিতে কলেজটি তৈরি হবে বলেও জানান মন্ত্রী। তাঁর দাবি, এই কলেজ হবে সারা দেশে বিশেষভাবে সক্ষমদের জন্য এই ধরনের প্রথম সরকারি কলেজ। অন্য কোনও রাজ্যে বিশেষভাবে সক্ষমদের জন্য এমন একটিও কলেজ নেই বলেও বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী।
এদিন রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের রাসবিহারী বিধায়ক দেবাশিস কুমারের প্রশ্নের জবাবে জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "রাজ্য শিক্ষা দফতরের অধীনে থাকা জমি ইতিমধ্যেই জনশিক্ষা দফতরের নামে হস্তান্তর করা হয়েছে গত মাসেই। রাজ্যের অর্থ বিভাগও এমন একটি কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে।" এমনকী মন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে এই কাজের জন্য একটি পরিকল্পনা তৈরি করতে চিঠি দিয়েছেন বলেও জানা গিয়েছে।