পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooked food to Covid patients : আজ থেকে দুস্থ করোনা রোগীদের বাড়িতে পৌঁছে যাবে রান্না করা খাবার - wb government initiative to deliver cooked food for Covid patients across state

করোনায় আক্রান্ত কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Home Delivery for Covid patients by West Bengal government)।

Home Delivery for Covid patient
হোম ডেলিভারি

By

Published : Jan 10, 2022, 7:37 AM IST

কলকাতা, 10 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে ব্যাপকভাবে ছড়াচ্ছে সংক্রমণ ৷ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 24 হাজার পার করে গিয়েছে ৷ রাজ্য সরকারের তরফে এই হাজার হাজার মানুষকে ইতিমধ্যেই ফলমূল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এবার এককদম এগিয়ে বাড়ি বাড়ি রান্না করা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ আজ থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে ৷ রবিবার 'বাংলার গর্ব মমতা' টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানানো হয় ৷ করোনায় আক্রান্ত কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Home Delivery for Covid patients by West Bengal government)।

টুইট বার্তাটি এরকম, "রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।" সোমবার থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে (Cooked food Covid patients) । করোনা আবহে রাজ্য সরকারের এই উদ্যোগে যে উপকৃত হবেন বহু মানুষ তাতে সন্দেহ নেই । নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই ব্যবস্থা চালু হচ্ছে । যদিও ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা আক্রান্তদের পরিবারগুলিকে বাড়িতে খাবার পৌঁছে দিতে । জেলা প্রশাসনের পাশাপাশি এই কাজ করবে রাজ্য পুলিশও । করোনায় আক্রান্ত কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।

আরও পড়ুন : Food Delivery for Covid Patients : এক ফোনেই মিলবে খাবার, করোনা সংক্রামিতদের পাশে বিভিন্ন রেস্তরাঁ ও হোম ডেলিভারি সংস্থা

ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে থেকে জেলাশাসক এবং পুলিশ মারফত করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে চাল, ডাল, ভোজ্যতেল, কাঁচা আনাজ, শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে । কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে অবস্থা এতটাই খারাপ যে রান্না করে খাবার মতো অবস্থায় থাকে না । তাই এমন সিদ্ধান্ত । কলকাতায় গোটা বিষয়টি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ পরিচালনা করছে । জেলার ক্ষেত্রে বিষয়টি পুরোপুরিভাবে ন্যস্ত থাকবে জেলাশাসক এবং পুলিশ সুপারের আওতায় ।

ইতিমধ্যেই কলকাতায় রাজ্য সরকারের তরফ থেকে করোনা আক্রান্ত মানুষের বাড়িতে ফল পৌঁছে দিচ্ছে রাজ্য । কলকাতার ক্ষেত্রে পৌরনিগমের মাধ্যমে এই প্রক্রিয়া চলছে । একইসঙ্গে তাতে থাকছে ছয় রকমের ফল। মুখ্যমন্ত্রীর দ্রুত সেরে ওঠার জন্য শুভেচ্ছা ও দিয়েছেন এই ফলের বাক্সে । তবে এই ফল যেমন সমস্ত করোনা রোগীর বাড়িতেই পৌঁছাচ্ছে । তবে রান্না করা খাবারের ক্ষেত্রে শুধুমাত্র দুস্থ মানুষদেরই অগ্রাধিকার দেওয়া হয়েছে ।

আরও পড়ুন : Sourav Ganguly COVID Infection : গেট ওয়েল সুন, মহারাজকে ফলের ঝুড়ি পাঠালেন মুখ্যমন্ত্রী

ABOUT THE AUTHOR

...view details