কলকাতা, 10 জানুয়ারি : করোনার তৃতীয় ঢেউয়ে ব্যাপকভাবে ছড়াচ্ছে সংক্রমণ ৷ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা 24 হাজার পার করে গিয়েছে ৷ রাজ্য সরকারের তরফে এই হাজার হাজার মানুষকে ইতিমধ্যেই ফলমূল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে ৷ এবার এককদম এগিয়ে বাড়ি বাড়ি রান্না করা খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার ৷ আজ থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হবে ৷ রবিবার 'বাংলার গর্ব মমতা' টুইটার হ্যান্ডেল থেকে এই খবর জানানো হয় ৷ করোনায় আক্রান্ত কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (Home Delivery for Covid patients by West Bengal government)।
টুইট বার্তাটি এরকম, "রাজ্য পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন বিভাগ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় কোভিড-সংক্রমিত ব্যক্তিদের হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে সুষম খাদ্য সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।" সোমবার থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে (Cooked food Covid patients) । করোনা আবহে রাজ্য সরকারের এই উদ্যোগে যে উপকৃত হবেন বহু মানুষ তাতে সন্দেহ নেই । নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় এই ব্যবস্থা চালু হচ্ছে । যদিও ইতিমধ্যেই রাজ্যের প্রতিটি জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে থাকা করোনা আক্রান্তদের পরিবারগুলিকে বাড়িতে খাবার পৌঁছে দিতে । জেলা প্রশাসনের পাশাপাশি এই কাজ করবে রাজ্য পুলিশও । করোনায় আক্রান্ত কোনও মানুষ যাতে অভুক্ত না থাকেন, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।