কলকাতা, 25 জুলাই: উত্তরবঙ্গে চা পর্যটনে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার ৷ সোমবার মন্ত্রিসভার বৈঠকে দার্জিলিংয়ের নিউ চুমটায় টি-রিসর্ট গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ একটি নামী হোটেল গ্রুপকে এই রিসর্ট তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়েছে ৷ এছাড়া বাংলাতেই ইথানল তৈরির উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার ৷
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এদিন সাংবাদিকদের বলেন, "মেফেয়ার হোটেল অ্যান্ড রিসর্টসকে 19 একর জমি দেবে পশ্চিমবঙ্গ সরকার ৷ যদিও এর আগে স্ট্যান্ডিং কমিটি ঠিক করেছিল লোটাস প্রোজেক্টস প্রাইভেট লিমিটেডকে জমি দেবে ৷ কিন্তু, আজকের সিদ্ধান্ত অনুযায়ী মেফেয়ারকে জমি দেওয়া ঠিক হয়েছে ৷"
রাজ্য সরকার 2019 সালের চা পর্যটন ও সহযোগী ব্যবসা নীতির উপর বিশেষ জোর দিচ্ছে ৷ এই কারণে বাণিজ্যিক উদ্দেশ্যে জমির পরিমাণ বাড়িয়ে চা বাগান-সহ সর্বোচ্চ 150 একর জমি কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ৷ আগামীতে রিসর্ট, স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় মেডিক্যাল ও নার্সিং কলেজ, হাসপাতাল, সাংস্কৃতিক-বিনোদন ও প্রদর্শনী কেন্দ্র, উদ্যানপালন, ফুল চাষ, ভেষজ গাছ, খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট, প্যাকেজিং ইউনিট গড়ে তোলার অনুমোদন দেওয়া হবে ৷