কলকাতা, 25 মার্চ:কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন করছেন এ রাজ্য়ের সরকারি কর্মীরা (WB Government Employees)৷ আন্দোলনের পাশাপাশি অনশনও করছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের বেশ কয়েকজন সদস্য় ৷ এবার অনশনকারীদের শরীরের কথা বিবেচনা করে শনিবার থেকে অনশন প্রত্য়াহার করার সিদ্ধান্ত নিলেন তাঁরা। তবে অনশন (Hunger Strike) উঠে গেলেও তাঁদের আন্দোলন জারি থাকছে বলেই জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। প্রসঙ্গত, আন্দোলনকারীদের অনশন প্রত্য়াহারের জন্য় এর আগে আবেদন করেছিলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। শেষ পর্যন্ত টানা 44 দিন পর অবশেষে অনশন তুলে নিল সরকারি কর্মচারীরা ৷
কেন্দ্রের সমান মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করছিলেন এ রাজ্য়ের সরকারি কর্মীরা। প্রায় 58 দিন ধরে শহিদ মিনারের সামনে তিন দফা দাবি নিয়ে ধরনায় বসে আছেন রাজ্য় সরকারি কর্মচারীরা (WB Government Employees)। সেখানেই বেশ কয়েকজন সরকারি কর্মী অনশনেও বসেছিলেন। তবে অনশনের জেরে দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ছিলেন একের পর এক আন্দোলনকারী। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার পর জ্ঞান হারিয়ে ফেলেন সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য কনভেনর ভাস্কর ঘোষ। তবে সেইদিন প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে গেলেও, পরদিন ফের তাঁর জ্ঞান হারিয়ে যায়। শেষ পর্যন্ত তাঁকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখান থেকে শনিবার ছুটি পান ভাস্কর।
অন্যদিকে, অন্যান্য অনশনকারীদের শরীরও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ইতিমধ্য়ে অনেকেই অসুস্থ হয়ে হাসপেতেও ভর্তি হয়েছেন ৷ যৌথ সংগ্রামী মঞ্চের সদস্য়দের দাবি, এই পরিস্থিতিতে তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়া বেশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই অনশন আন্দোলন প্রত্য়াহার করে নেওয়া হয়।