কলকাতা, 6 মে: পশ্চিমবঙ্গে অনুভূতিহীন সরকার চলছে । ভিন রাজ্যের শ্রমিক, আটকে পড়া মানুষ, রোগী, ছাত্রছাত্রী এবং পর্যটকদের ঘরে ফেরাতে চায় না পশ্চিমবঙ্গ সরকার । বুধবার রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলার পর এমনটাই জানিয়েছেন কথা জানিয়েছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি । ভিন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষকে ঘরে ফেরানোর জন্য এখনও পর্যন্ত মাত্র দুটি ট্রেন চেয়েছে পশ্চিমবঙ্গ । যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অধীর চৌধুরি ।
তিনি জানান, রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছে । পশ্চিমবঙ্গের বিষয়ে আলোচনাও হয়েছে । রাজ্যের জন্য দেশের আর কোন কোন জায়গা থেকে ট্রেন ছাড়া হচ্ছে তা জানতে চান অধীর বাবু । পশ্চিমবঙ্গের জন্য আদৌ আর ট্রেন ছাড়া হবে কিনা তাও জানতে চান তিনি । রেলমন্ত্রী অধীর চৌধুরীকে জানিয়েছেন, বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গের জন্য ট্রেন দিতে চায় তাঁর দপ্তর ।
রেলমন্ত্রী পীযূষ গোয়েল অধীর চৌধুরিকে আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত অতিরিক্ত ট্রেনের জন্য পশ্চিমবঙ্গ থেকে কোনওরকম আবেদন আসেনি । রেলের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞাসা করা হলেও রাজ্য সরকার কোনও সদর্থক আবেদন করেনি বলেই রেল দপ্তর থেকে অধীর চৌধুরিকে জানানো হয়েছে ।
অনুভূতিহীন সরকার চলছে পশ্চিমবঙ্গে: অধীর চৌধুরি
ভিন রাজ্যের আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগের অভাব দেখছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ।
অধীর চৌধুরি বলেন, "ব্যক্তিগতভাবে আমি ভিন রাজ্যে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষকে ঘরে ফেরানোর জন্য রেল দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি । শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সদিচ্ছা নেই । তবে কোনওরকম ত্রুটি আমি রাখছি না । কিন্তু পশ্চিমবঙ্গে অনুভূতিহীন সরকার চলছে । মুখ্যমন্ত্রী কী চাইছেন তা স্পষ্ট করে বলা দরকার । তিনি কি ভিন রাজ্য থেকে কাউকে এখন ফেরত আনতে চাইছেন না ? মুখ্যমন্ত্রীর তাঁর পরিকল্পনা বাংলার মানুষকে জানান । রেল মন্ত্রক ট্রেন দিতে চাইছে । কিন্তু মুখ্যমন্ত্রী ট্রেন চাইছেন না । মাত্র দুটি ট্রেনে কি ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গের সব মানুষ ঘরে ফিরতে পেরেছেন ?"
ভিন রাজ্যের আটকে পড়া শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগের অভাব দেখছেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ।