কলকাতা, 16 মে:পুরনিয়োগ সংক্রান্ত দুর্নীতি খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রেখেছিলেন বিচারপতি অমৃতা সিনহা ৷ এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আপিল করল রাজ্য সরকার ৷ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে আবেদন জানাল রাজ্য ৷ জানা গিয়েছে, হাইকোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের আপিল গ্রহণ করেছে ৷ দ্রুত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷
শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পৌর নিয়োগ দুর্নীতির যোগ পাওয়ায় সিবিআই-ইডি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ৷ দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অনুমতি চেয়েছিল ৷ তাতে সম্মতি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তিনি সিবিআই-ইডিকে নতুন করে এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেন ৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আবেদন করে রাজ্য সরকার ৷ সুপ্রিম কোর্ট কিছুদিনের জন্য এই তদন্তে স্থগিতাদেশ জারি করে ৷ তারপর মামলাটি হাইকোর্টে ফেরত পাঠায় ৷ এর মধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাঝে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ তিনি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন ৷ এতে অসন্তোষ প্রকাশ করেন স্বয়ং দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ৷